প্রকাশ : ২৯ জুন ২০২২, ২৩:৪১
মেঘনায় নৌ পুলিশের অভিযান : ৭ ড্রেজার-বাল্কহেডসহ গ্রেফতার ১৬
চাঁদপুরের পদ্মা ও মেঘনায় অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে নৌ পুলিশ।
|আরো খবর
মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। এসময় ২টি ড্রেজার ৫টি বালুর জাহার বাল্কহেড জব্দ এবং ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান জানান, এদিন চাঁদপুর নৌ থানাসহ তিন-ফাঁড়ির যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেঘনার আলুরবাজার, রাজরাজেশ্বর, মিনি কক্সবাজার খ্যাত চর, সফরমালীসহ শরীয়তপুর জেলার ঘোষেরহাটে এলাকায় অভিযান চালিয়ে দুটি ড্রেজার ও পাঁচটি বাল্কহেড জব্দ করা হয়।
তিনি জানান, অভিযান কালে ১৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
ওসি বলেন,চাঁদপুরে মেঘনা নদীতে বালু উত্তলন বন্ধ করেছে হাইকোর্ট। তারই ধারা বাহিকতায় আইন অমান্য করার অভিযোগে তাদের আটক করা হয়েছে।আটককৃতরা
বালু ক্রয় করার কোন রিসিট দেখাতে পারেনি। সেই কারনেই বাল্কহেডগুলো ধরা হয় অবৈধভাবে বালু পরিবহনের জন্য।