প্রকাশ : ২৭ জুন ২০২২, ১৯:৫৩
হাইমচরের সর্বজন শ্রদ্ধেয় চুন্নু সরকার আর নেই
হাইমচরেরর সর্বজন শ্রদ্ধেয় উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা আ'লীগের সাবেক সভাপতি, নদী ভাঙ্গন পরিরোধ আন্দোলনের অন্যতম শীর্ষ সংগঠক আলহাজ্ব কায়কোবাদ চুন্নু সরকার আর বেঁচে নেই। তিনি ২৬ জুন রবিবার রাত ৮.৩০ মিনিটের সময় তার ছেলে ব্যারিষ্টার হামিদুল মেজবাহ রাসেল সরকারের ঢাকাস্থ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন)। চুন্নু সরকারের নিকট আত্মীয় ৪ নং নীলকমল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াসিন আহম্মদ (রতন হাজী) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন বলে জানা যায়।
|আরো খবর
বর্নাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী, সর্বদা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর ছিলেন আলহাজ্ব কায়কোবাদ চুন্নু সরকার। তাঁর মৃত্যু সংবাদে হাইমচরের সর্বস্তরের মানুষ শোকাহত।
এদিকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক চুন্নু সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।