মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ২৬ জুন ২০২২, ২১:১৮

চাঁদখার বাজারে সড়ক দূর্ঘটনার ঘটনায় আরো ১ জনের মৃত্যু

চাঁদখার বাজারে সড়ক দূর্ঘটনার ঘটনায় আরো ১ জনের মৃত্যু
কামরুজ্জামান টুটুল

গত ১৮ জুন শনিবার ভোরে চাঁদপুর সদর উপজেলার চাঁদখার বাজার এলাকায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে পিকআপ ট্রাক আর বাসের মুখোমুখি সংঘষ্যের সময় মারাত্বক আহত পাট ব্যাবসায়ী সেফায়েত উল্যাহ সেফু (৪৫) মারা গেছেন।

ঘটনার সময় মারা গেছেন পিকআপ চালক আল আমিন বাবু (২৩)। সেফু দুর্ঘটনার পর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শনিবার দিবাগত রাতে সেফু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রোববার ২৬ জুন সকালে হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহত সেফায়েত উল্যাহ সেফু (৪৫) ওই গ্রামের ইনার গাজী বাড়ির মৃত আব্দুল মতিনের ছেলে। ঐ দিন চাঁদপুর সদর উপজেলার চানখাঁর দোকান সংলগ্ন নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, ওই দিন সকালে বিদ্যালয়ের সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কে রিলাক্স পরিবহনের একটি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দূর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান পিকআপ চালক আল আমিন হোসেন বাবু (২৩)। সে হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের ইনার গাজী বাড়ির মৃত লুৎফুর রহমানের ছেলে।

ওই সময়ে একই বাড়ির নবির হোসেনের ছেলে ইয়াসিন, মৃত আব্দুল মতিনের ছেলে সেফায়েত উল্যাহ্ সেফু ও দেলোয়ার হোসেন গুরুতর আহত হয়। সে সময় আহতদের চাঁদপুর সদর হাসপতালে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতবস্থায় ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অপর আহত একজনকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এ দূর্ঘটনার ৭ দিন পর গুরুতর আহত সেফায়েত উল্যাহ্ সেফু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন। দূর্ঘটনায় একই বাড়ির ২ জনের মৃত্যু ও অপর দুই জনের আহতের ঘটনায় ওই বাড়িসহ স্থানীয় ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। নিহত সেফু পাট ব্যাবসায়ী ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়