প্রকাশ : ২১ জুন ২০২২, ১৮:৩৫
চাঁদপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা
আমার প্রস্তুত থাকলে চাঁদপুরে কোন বিপদ হবে না : জেলা প্রশাসক কামরুল হাসান
চাঁদপুরে চলমান বর্ষায় নদ নদীর পানি বৃদ্ধি, বন্যা, নদী ভাংগন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (২১ জুন) দুপুর ২টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ ওয়াদুদ, সিভিল সার্জন মোহাম্মদ সাহাদাৎ হোসাইন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন।
বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্য বক্তব্য রাখানে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিল, জেলা কৃষি অফিসার মোঃ জালাল উদ্দিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বখতিয়ার উদ্দিন, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহাব উদ্দিন,চাঁদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক
ফায়র সাহিদুল ইসলাম,পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার, মোঃ আতিকুর রহমান চৌধুরী,হাইমচর ইউএনও চাই থোয়াইলা হলা চৌধুরী প্রমুখ।
সভায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উল্লিখিত দপ্তরের কর্মকর্তাগণ তাদের প্রস্তুতি বিষয়টি তুলে ধরেন।
সভায় চাঁদপুরের ৮ উপজেলার মধ্যে যেসব উপজেলা বন্যা কবলিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেসব উপজেলায় পূর্ব প্রস্তুতি হিসেবে আশ্রায়ন কেন্দ্র প্রস্তত রাখা, উদ্ধার তৎপরতা, বিদ্যুৎ ও রাস্তা সমস্যা,
সরকারী ত্রাণ সহায়তা পৌঁছানোর সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ বসবাসকারী জনসাধারণকে বিশেষ করে চরাঞ্চলের মানুষকে সচেতন করতে এবং নিরাপদ আশ্রয়ে চলে যেতে এলাকায় এলাকায় গিয়ে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কামরুল হাসান তার বক্তব্যে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় যেকোনো দুর্যোগের মোকাবিলা করা সম্ভব। আর এর জন্য আমাদের সজাগ সতর্ক এবং সচেতনতা অনেক জরুরি।
তিনি বলেন, আমাদের প্রস্তুুতি থাকলে
মানুষের জানমালের ক্ষতি জিরোতে নামিয়ে আনতে পারব।
জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করে বলেন, সিলেট সুনামগঞ্জ এর মতন চাঁদপুরে কোন ধরনের কোনো বিপদ হবে না। এক্ষেত্রে সবাই আমরা প্রস্তুত থাকবো।কুইক রেসপন্স টিম রেডি রাখতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগ, বিভাগীয় কমিশনারের কার্যালয়, দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর থেকে এ বিষয়ে রিপোর্ট পাঠাতে হবে।
তিনি পরিস্থিতির উপর সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক রিপোর্ট দিতে দেরি না হয় বিষয়টি খেয়াল রাখার অনুরোধ করেন।