মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ১৮ জুন ২০২২, ১৯:৫৬

মহানবী (সাঃ)-কে কটুক্তির প্রতিবাদে সংসদে নিন্দা প্রস্তাবের আহবান ব্লাড ডোনেশন কমিটির

অনলাইন ডেস্ক
মহানবী (সাঃ)-কে কটুক্তির প্রতিবাদে সংসদে নিন্দা প্রস্তাবের আহবান ব্লাড ডোনেশন কমিটির

ভারতে বিজিপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জান্দাল কর্তৃক বিশ্ব নবী (সাঃ)এঁর প্রতি অবমাননার প্রতিবাদে গতকাল শুক্রবার জুম্মার নামজের পর ঐতিহাসিক বেগম মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করেন চাঁদপুর জেলা সকল স্বেচ্ছাসেবী ও ব্লাড ডোনেশন কমিটি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম মসজিদের খতিব মাওলানা মাহাবুবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমারা দেখেছি রাসুল (সাঃ) এর সম্মান রক্ষার আন্দোলনে এবার স্কুল কলেজে শিক্ষার্থীরা স্ব স্ব যায়গা থেকে নেমে এসেছে এবং প্রতিবাদ করেছে। যুব সমাজও বিভিন্ন যায়গায় প্রতিবাদ সমাবেশ করেছে। এটা অত্যন্ত আনন্দের বিষয়। পাশাপাশি আমি আরো বেশি খুশি হলাম চাঁদপুর জেলা সকল সেচ্ছাসেবী ও ব্লাড ডোনেশন কমিটির পক্ষ থেকে আল্লাহর রাসুলের অবমাননার প্রতিবাদে আজকের বিক্ষোভ সমাবেশ ও মিছেলের নেতৃত্বে তরুণ ও যুবকদের দেখে। আল্লাহ তাদেরকে দ্বীনের উপর অটল অবিচল থাকার তাউফীক দান করুন। তিনি আরো বলেন, আমরা আল্লাহর রাসুল (সাঃ)কে আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, প্রয়োজনে আমরা রক্ত দিতে প্রস্তুত আছি কিন্তু আল্লাহর রাসুলের অবমাননা বরদাস্ত করবো না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুফতী শাব্বির আহমদ। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে শুনেছি, তিনি মদিনা সনদের আদলে বাংলাদেশ পরিচালনা করতে চান, সুতরাং আমাদের তাওহীদ জনতার দাবী হলো মদিনা সনদের প্রতিষ্ঠাতা মোহাম্মদুর রাসুলুল্লাহ সাঃ এর শানে ভারতীয় বিজেপির নেতারা যে অবমাননাকর মন্তব্য করেছে তার প্রতিবাদে অনতিবিলম্বে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পেশ করার আহবান করছি।

এসময় আরো বক্তব্য রাখেন জাহিদুল ইসলাম, ইমন পাটোয়ারী, তানজিন হোসেন, তাওফিক অনয়, রাকিব, সাহেদ, মাহমুদ বাহাদুর হাজী, সাহেদ সাকিবুল ইসলাম, রাকিবুল ইসলাম ফারহান, ইমতিয়াজ আহমেদ ফাহাদ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের কালীবাড়ি মোড় হয়ে বাসস্ট্যান্ডে গিয়ে দোয়া মুনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়