প্রকাশ : ২২ জুলাই ২০২১, ১৭:১২
স্পোর্টস ব্যবসায়ী শামীমের মায়ের ইন্তেকাল
বাংলাদেশ স্পোর্টস গুডস্ মার্চেন্ট ম্যানুফেকচারার্স এন্ড ইমপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি ও চাঁদপুর সদর ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য এমআর শামীমের মাতা আর বেঁচে নেই। ঈদের পরের দিন ২২ জুলাই বৃহস্পতিবার সকাল এগারোটার সময় তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
তিনি ৪ ছেলে ২ মেয়ে,পুত্রবধূ, জামাতা, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। এদিন মাগরিবের নামাজের সময় চাঁদপুর সদর উপজেলা ৯ নং বালিয়া ইউনিয়ন ব্রাহ্মণ সাখুয়া গ্রামের নিজ বাড়িতে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পর পারিবারিক কবরস্থানে স্বামীর পাশে তাকে দাফন করা হয়েছে।