বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০২:২৮

শোক সংবাদ

আব্দুল মান্নান সিদ্দিকী
শোক সংবাদ
শোক সংবাদ – মোস্তাক আহমেদ চৌধুরীর মৃত্যু

সিরাজদিখানের সাংবাদিক মোস্তাক আহমেদ চৌধুরী আর নেই

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৫ ভোরে, সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামের প্রখ্যাত সাংবাদিক মোস্তাক আহমেদ চৌধুরী হৃদরোগে আক্রান্ত হন। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি মরহুম সুলতান আহমদ চৌধুরীর দ্বিতীয় ছেলে।

মোস্তাক আহমেদ চৌধুরী দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতীয় পত্রিকায় সাংবাদিকতা করেছেন। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোলা ইউনিয়ন প্রধান সমন্বয়ক ও বায়তুল মামুর জামে মসজিদ-এর সাধারণ সম্পাদক ছিলেন।

সোমবার দুপুর ২টায় তার বাড়ির আঙিনায় জানাযা শেষে কোলা ইউনিয়নের রক্ষিৎপাড়া কবরস্থানে লাশ দাফন করা হয়।

তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক-সমস্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাংবাদিক ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্টরা, যেমন: বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সুমন, সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহমুদ হাসান মুকুট, এনসিপি সিরাজদিখান উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী নেওয়াজ, যুগ্ন সমন্বয়ক শহিদুল্লাহ এবং শ্রীনগর উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃ ফরহাদ হোসেন জনি

সিরাজদিখান ও চাঁদপুরের সাংবাদিক মহলে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়