প্রকাশ : ১৫ জুন ২০২২, ২০:৩৯
কচুয়ার বিতারা ইউপির সংরক্ষিত আসনে নির্বাচন সম্পন্ন
কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের সংরক্ষিত ২নং আসনের (৪,৫ও ৬ নং ওয়ার্ড) উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
১৫ জুন বুধবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত শান্তিপূর্ন পরিবেশে এ ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৬জন প্রার্থী প্রতিদ্বন্ধিতায় করলেও নির্বাচনের আগ মুহুর্তে দুইজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান । ৩টি ওয়ার্ডে অনুষ্ঠিত এ নির্বাচনে ৬টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হচ্ছে : বাইছারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাইছারা উচ্চ বিদ্যালয়, বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়-১, বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়-২, খলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তেগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মোট ৬টি কেন্দ্রে ভোটারের সংখ্যা ১১ হাজার ৪শ ৫৬জন। তন্মধ্যে ৪ হাজার ৪শ ৯২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে শিল্পী আক্তার বক প্রতীকে ২ হাজার ৩শ ৩৯ ভোট পেয়ে জয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্ধী লিপি আক্তার মাইক প্রতীকে ১১শ ৫৫ ভোট পায় ।
এদিকে নির্বাচনে দিনভর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোতাছেম বিল্যাহ এসিল্যান্ড মো. ইবনে আল জায়েদ হোসেন ও ভোটকেন্দ্র গুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাচন অফিসার কাজী মো. আবু বকর সিদ্দিক।