প্রকাশ : ২২ জুলাই ২০২১, ১৪:৩৪
মতলব উত্তরে রুমা হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছোট কিনাচক গ্রামের গৃহবধূ রুমা বেগমের হত্যাকারিদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বাড়িভাঙ্গা ও কালিপুর এলাকার মানুষ ও স্বজনরা মানববন্ধন করেছে । বৃহস্পতিবার(২২জুলাই)উপজেলার কালিপুর কলেজের সামনে মানববন্ধন করা হয়।
|আরো খবর
নিহত রুমাকে তার স্বামী কামাল হোসেন ও ফারুক মাষ্টার যৌতুকের জন্য শ্বাসরোধ করে হত্যা আত্মহত্যা করেছে বলে বক্তারা বলেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা আসামীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে নিহত রুমার মা, ভাই, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী অংশগ্রহণ করে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের ছোট কিনাচক গ্রাম থেকে দুই সন্তানের জননী আয়েশা আক্তার রুমা (২৪) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১১ জুলাই রোববার সকাল ৮ থেকে ৯ টার মধ্যে তিনি নিজ পাকা ভবনের ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে বলে জানান শ্বশুর বাড়ির লোকজন। কিন্তু রুমার লাশ পুলিশ খালের উপর থেকে উদ্ধার করে। ঘটনার পর থেকে স্বামী কামাল হোসেন পলাতক রয়েছে। এ কারণে এটা হত্যা না আত্মহত্যা এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়।
নিহত আয়েশা আক্তার রুমার পরিবার রহস্যজনক হত্যা হওয়ায় মামলা করে মতলব উত্তর থানায়।