প্রকাশ : ১৩ জুন ২০২২, ১০:০৮
চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের মতবিনিময় ও সদস্য সংগ্রহ উপলক্ষ্যে আলোচনা
আওয়ামী লীগ ত্যাগের জায়গা - তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী
চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের মতবিনিময় ও সদস্য সংগ্রহ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন রোববার বিকেলে শহরের রেলওয়ে বড় স্টেশন এলাকায় এই আলোচনা হয়। এতে ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গোলাম হেসেন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন জমাদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী।
|আরো খবর
তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ ত্যাগের জায়গা। দলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হবে। যারা আগুন সন্ত্রাস করে উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে তাদের প্রতিহত করা হবে। প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কার্যক্রম চলছে। কোন অবস্থাতেই বিএনপি-জামাতের কেউ যেন আমাদের দলে ঢুকতে না পারে যাচাই-বাছাই করে তাদের সদস্য করা হবে। আমরা সরকারে আছি রাজপথে আন্দোলন-সংগ্রামেও থাকবো। এ ব্যাপারে প্রত্যেক নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও পিপি অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, যুব মহিলা লীগের সভানেত্রী ও পৌর প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সফিকুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মেজবাহ মাল, পৌর আওয়ামী লীগের সদস্য মৃণাল কান্তি সাহা, সঞ্জিত পোদ্দার, মাহবু খান, জেলা যুবলীগের সদস্য ইকবাল হোসেন পাটোয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদার, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বিপ্লব খান, ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম আকাশ প্রমুখ।
সভায় ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।সভার শুরুতে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন জমাদার ৬৯ সদস্যবিশিষ্ট ওয়ার্ড কমিটির পরিচিতি তুলে ধরেন।