মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ১৩ জুন ২০২২, ১০:০৩

চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের অভিযান

স্টাফ রিপোর্টার
চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের অভিযান

চাঁদপুর শহরে বাজার তদারকি অভিযানকালে পাঁচটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ১২ জুন রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এর নেতৃত্বে চাঁদপুর সদরের বাস স্ট্যান্ড ও লঞ্চঘাট এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ভঙ্গের অপরাধে, বাস স্ট্যান্ডের ফয়সাল শপিং কমপ্লেক্সের বাংলাদেশ হোমিও ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ১০ হাজার টাকা, ১-৪৯৫টাকার দোকানে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পাওয়ায় ৪ হাজার টাকা এবং লঞ্চঘাটে ফারুক স্টোরে এম আর পি বিহীন বেকারী পণ্য বিক্রির দায়ে ১ হাজার টাকা সহ মোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন ক্যাব, চাঁদপুর এবং জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে সহকারী পরিচালক নুর হোসেন জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়