রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২১ জুলাই ২০২১, ২২:২২

শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন মিয়াজীর ইন্তেকাল

উপজেলা জুড়ে শোকের ছায়া

মোঃ মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন মিয়াজীর ইন্তেকাল

শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ সর্বজন শ্রদ্ধেয় দেলোয়ার হোসেন মিয়াজী ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) আজ রাত সোয়া ৯টায় ঢাকা নেয়ার পথে কুমিল্লায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দেলোয়ার হোসেন মিয়াজী সন্ধ্যায় তার উপজেলা সদরস্থ বাসায় বুকের ব্যথা অনুভব হলে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। ঢাকা নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন। দেলোয়ার হোসেন মিয়াজী উপজেলার একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি তিনি ১৯৯৮ সাথে শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ২০২০ সাল পর্যন্ত তিনি দির্ঘ ২২ বছর এ দায়িত্ব পালন করেন। তিনি দুই বার বিপুল ভোটে শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

এছাড়াও তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী ১ ছেলে ৩ মেয়ে সহ বহু আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে যান। ঈদের দিন সন্ধ্যায় হঠাৎ করে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীগন তাকে শেষ বারের মত দেখতে তার বাড়িতে হাজির হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়