প্রকাশ : ০৮ জুন ২০২২, ২১:৪০
প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের অবৈধভাবে নাম ব্যবহার বিষয়ে ফরিদগঞ্জ পৌরসভার জরুরী বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের অবৈধভাবে নাম ব্যবহার বিষয়ে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী স্বাক্ষরিত একটি জরুরী বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে। নিম্নে বিজ্ঞপ্তির অনুরূপ কপি প্রদান করা হলো:
মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পত্র সংখ্যা নং- ০৩.০০.০০০০.০৮২.০৯৯.০১২.২০২২-১১২ তারিখ ২১/০৪/২০২২ খ্রি: মূলে সাম্প্রতিকালে লক্ষ্য করা যাচ্ছে যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা এবং তাদের সন্তানদের নাম ব্যবহার করে অবৈধভাবে সরকারি কাজ বা অন্যরূপ সুবিধা পাওয়ার চেষ্টা করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারে সদস্যদের নাম অবৈধভাবে ব্যবহার করে অনেকে অর্থ লেনদেনের সাথে যুক্ত হচ্ছেন। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু পরিবারের কোন সদস্য কোন প্রকার ব্যবসা বা অন্যরূপ কোন তদবির এর সাথে সম্পৃক্ত নয়। মাননীয় প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু পরিবারের কোন সদস্যের নাম ব্যবহার করে এ ধরনের প্রতারণার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তাহা ছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর ছবি, জাতির জনকের ছবি, শেখ রেহানার ছবি কতিপয় লোক নাম, পদবী ব্যবহার করে এবং বিল বোর্ড এ ছবি প্রদর্শন করে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহন করছেন। যাহারা বিল বোর্ডে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা এবং স্বাধীনতা বিরোধী চক্র এবং দলের কোন পদে না থেকে নাম দিয়ে ছবি বিলবোর্ড ব্যবহার করে আসছেন। তাহারা অভিলম্ভে বিলবোর্ড সরিয়ে নেওয়ার জন্য আদেশ ক্রমে অনুরোধ করা গেল।
এ ধরণের কোন অনুরোধ/তদবির বা অবৈধ সুবিধাভোগের প্রচেষ্টা দৃষ্টিগোচর হলে প্রতারকের সম্পর্কে নিম্নেবর্ণিত কর্মকর্তাদের নিকট তথ্য প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
১. জনাব মোহাম্মদ সালাহ উদ্দিন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১, ৫৫০২৯৪৪০ (অফিস), ০১৮৩৩৩৩৩৩৩৭ (মোবাইল)
২. জনাব মনিরা বেগম, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২, ৫৫০২৯৪১৭ (অফিস), ০১৭১১৮৮৮১৯০ (মোবাইল নম্বর)