সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ জুন ২০২২, ০০:১২

হাইমচরে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

মোঃ সাজ্জাদ হোসেন রনি
হাইমচরে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

হাইমচর উপজেলায় আগামী ১৫-২১ জুন অনুষ্ঠিত জনশুমারী ও গৃহগণনা-২০২২ প্রকল্প বাস্তবায়ন করতে শুমারি গণনাকারী ও সুপারভাইজারদের চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হয়েছে। হাইমচর উপজেলার ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্তরা এতে অংশ নেন। পর্যায়ক্রমে ৪-৮ তারিখ পর্যন্ত সকল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্তদের প্রশিক্ষণ হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল ৫ঘটিকায় হাইমচর উপজেলার পরিসংখ্যান অফিসের উদ্যোগে দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। কর্মশালায় শেষ দিনে পরিদর্শনে আসেন চাঁদপুর জেলা শুমারী সমন্নয়ক কারী ও জেলা পরিসংখ্যান উপ পরিচালক নাঈমা রহমান।

সমাপনী অনুষ্ঠানে নাঈমা রহমান বলেন, আসন্ন ষষ্ঠ জনশুমারি সফল করতে আমাদের যা যা করার প্রয়োজন তা আমরা করবো। এবারের এই জনশুমারি অন্যান্য বারের চেয়ে আলাদা। কারণ এবারই দেশে প্রথমবারের মতো ডিজিটাল শুমারি অনুষ্ঠিত হতে যাচ্ছে; যেখানে সমস্ত তথ্য ট্যাবের মাধ্যমে সংগ্রহ করা হবে। ফলে শুমারির পর অতি অল্প সময়ে তথ্যগুলো সরকারী, বেসকারী প্রতিষ্ঠান নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবে।

উপজেলা পরিসংখ্যান অফিসার রেহানা আক্তার বলেন, সরকারী নীতি নির্ধারণী গুরুত্বপূর্ণ ইস্যুগুলো বাস্তবায়নে এই জনশুমারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং আমরা যে সরকারী কাজে নিজেকে নিয়োজিত করেছি, সেখানে গাফলতি করার কোনো সুযোগ নেই।

প্রশিক্ষক হিসেবে উত্তর ইউনিয়নের(জোন-২), দায়িত্বপ্রাপ্ত জোনাল অফিসার মোঃ জসিম উদ্দিন (রনি)। অনুষ্ঠানে আইটি সুপারভাইজার মামুনুর রশীদসহ গণনাকারী, সুপারভাইজারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে ৬টি ইউনিয়নে ১ম ধাপে ১নং জোনে ৩৭ জন গননাকারী ও ৭জন সুপারভাইজার, ২নং জোনে ৩৬জন গননাকারী ও ৭জন সুপারভাইজার, ৩নং জোনে ৩৬ জন গননাকারী ও ৬ জন সুপারভাইজার ৪নং জোনে ৫৮ জন গননাকারী ও ১০ জন সুপারভাইজার প্রশিক্ষণ নিচ্ছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়