প্রকাশ : ০৬ জুন ২০২২, ১৮:৫৭
মতলবের খন্দকারকান্দি মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খন্দকার কান্দি মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী। সোমবার(৬ জুন) মাদরাসা প্রাঙ্গণে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল নূর মোহাম্মদ, সিনিয়র শিক্ষক হুমায়ুন কবির মিয়াসহ অন্যান্য শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন।
|আরো খবর
তারা বলেন, সুনামের সহিত দায়িত্ব পালনকরা প্রিন্সিপালসহ ৩ শিক্ষক ও ২ ছাত্রদের উপর যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করে যথাযত শাস্থির ব্যবস্থা নিতে হবে। সমাজের এমন নোংরা ঘটনাগুলো সমাজের জন্য ক্ষতিকারক।
সমাজের শিক্ষিত ও যুব সমাজ যদি সচেতন হয়ে উঠে তাহলে এমন নেক্কারজনক ঘটনা থেকে সমাজকে মুক্ত করা যেতে পারে। সমাজের মানুষ যদি চায়, প্রশাসনের যদি আন্তরিকতা থাকে তাহলে আসামী গ্রেপ্তার হবেই। এই হামলার যদি প্রকৃত বিচার না হয়, তাহলে আগামীতে কোনো শিক্ষকের মান মর্যাদা থাকবেনা।
অতএব হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্থির ব্যবস্থা নিতে থানা পুলিশকে অনুরোধ করছি। রবিবার (৫ জুন ) বিকেলে খন্দকার কান্দি মাদ্রাসা প্রাঙ্গনে কিশোর গ্যাংদের হামলায় মাদ্রাসার প্রধানসহ শিক্ষক ও ছাত্ররা আহত হয়েছে। আহতরা হলেন,খন্দকার কান্দি মাদ্রাসার প্রিন্সিপাল মো. আবু হানিফ (৬০), ভাইস প্রিন্সিপাল নূর মোহাম্মদ (৫৬), সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন, ছাত্র রিয়াদুল ইসলাম (১২), মো. সাব্বির (১৮)। এদের মধ্যে শিক্ষক ৩ জন গুরতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রিন্সিপাল মো. হানিফ মৃত্যুর সাথে পাঞ্জা লরছেন। এবিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান কামাল বলেন, মাদ্রাসার শিক্ষাক ও ছাত্রের উপর হামলা এটা মেনে নেওয়ার মতো নয়। এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তরিৎ গতিতে আাইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।