মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০৬ জুন ২০২২, ০৯:৪৭

কবির বকুলের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
কবির বকুলের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন

বিশিষ্ট গীতিকার ও সাংবাদিক কবির বকুলের মা নাজমা আক্তারের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। ৫ জুন রোববার বাদ আছর চাঁদপুর সরকারি কলেজ মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বাসস্ট্যান্ড পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল সহ রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পেশাজীবী ব্যক্তিবর্গ, মরহুমার আত্মীয়-স্বজন এলাকাবাসী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি জানাজার নামাজে শরিক হন।

৪ জুন (শনিবার) সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমা আক্তার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি সাত ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এর আগে গত শুক্রবার ভোরে স্ট্রোক করেন সাংবাদিক কবির বকুলের মা নাজমা আক্তার। এরপর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে হার্টে পেসমেকার বসানো হয়। অবস্থার অবনতি হলে শনিবার সকাল থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে সন্ধ্যায় না ফেরার দেশে চলে যান তিনি।

এর আগে ২০১৭ সালের ৯ই জুন কবির বকুলের বাবা পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রকৌশলী মোহাম্মদ আলী খান ইন্তেকাল করেন। মরহুম নাজমা বেগম দৈনিক প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ ও চাঁদপুর জেলা যুবদলের সাধারন সম্পাদক নুরুল আমিন খান আকাশের মাতা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়