সোমবার, ০৪ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ২৯ মে ২০২২, ২১:০৬

ফরিদগঞ্জে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা, ২টি সাময়িক সীল গালা

ফরিদগঞ্জে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা, ২টি সাময়িক সীল গালা
এমরান হোসেন লিটন

ফরিদগঞ্জ উপজেলায় ২টি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা ও সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২৯ মে রবিবার বিকেল উপজেলা নির্বাহি অফিসার তাসলিমুন নেছা'র নেতৃত্বে পৌর শহরে এ অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে চালানো ও লাইসেন্স না থাকায় আল - হেলাল হার্ট এন্ড মেডিকেল সেন্টারে ৫ হাজার এবং রূপসা ডায়াগনস্টিক সেন্টারের ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সাময়িকভাবে ডায়াগনস্টিক সেন্টার দুটি বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মোবাইল কোর্টের খবর পেয়ে রূপসা বাজারের মুনমুন ডায়াগনস্টিক সেন্টার ও খাজুরিয়া বাজারের লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও মেডিট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টারের লোকজন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে পালিয়ে যায়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার কামরুল হাসান ও মেডিকেল অফিসার মামুন হোসেনসহ পুলিশ ও আনসার সদস্যবৃন্দ। এ ব্যাপারে উপজেলা নির্বাহি অফিসার তাসলিমুন নেছা বলেন, উপজেলায় স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানকে অবশ্যই বিধি মেনে পরিচালনা করতে হবে। লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান চলতে দেয়া হবে না। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়