মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ২৬ মে ২০২২, ১৮:৫৯

বাংলাদেশ ট্যানারি মালিক সমিতির সাবেক সভাপতি হারুনুর রশিদের ইন্তেকাল

মোঃ মঈনুল ইসলাম কাজল
বাংলাদেশ ট্যানারি মালিক সমিতির সাবেক সভাপতি হারুনুর রশিদের ইন্তেকাল

শাহরাস্তি উপজেলার কৃতী সন্তান, বাংলাদেশ ট্যানারী মালিক সমিতির সাবেক সভাপতি, ঢাকা সিটি করপোরেশনের ৪৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, শাহরাস্তি উপজেলার পঞ্চনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, চিতোষী পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু ইউসুফ পাটোয়ারীর ছোট ভাই হারুনুর রশিদ ২৬ মে সকালে তার ঢাকাস্থ ঝিকাতলার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রহিম জানান, সকালে নাস্তার টেবিলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। হারুনুর রশিদ এলাকায় বহু সামাজিক কাজে নিয়োজিত ছিলেন। তিনি বেশ কয়েকবার বাংলাদেশ ট্যানারী অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন। তাছাড়াও তিনি কয়েকবার ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলরের দায়িত্ব পালন করেন। তিনি শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নে তার নিজ গ্রামে পঞ্চনগর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। গত বছর সপরিবারে করোনা আক্রান্ত হন তিনি, এতে তার সহধর্মিণী মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ভাই সাবেক ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ পাটোয়ারী জানান, মরহুমের জানাজা শেষে ঢাকায় দাফনের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়