প্রকাশ : ১৯ জুলাই ২০২১, ২২:১৬
উপজেলা পর্যায়ে করোনা সংক্রমণ বেড়ে চলছে : সনাক্তের হার ৩৯.৮৫ ভাগ
চাঁদপুরে জেলা পর্যায়ের সাথে সাথে উপজেলা পর্যায়েও করোনা সংকমণ বেড়ে চলছে। গত কয়েকদিনে পিসিআর ল্যাবের সাথে সাথে র্যাপিড এন্টিজেন টেস্টের এ ফলাফল পাওয়া গেছে।
|আরো খবর
আজ ১৯ জুলাই সোমবার চাঁদপুর সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, সোমবার (১৯ জুলাই) বিকাল ৩টি পর্যন্ত ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি পিসি ল্যাবে ২৭৬টি নমুনা পরীক্ষার মধ্যে ৯৯টি পজিটিভ এসেছে। অন্যদিকে ল্যাপিড এন্টিজেন টেস্টে ১৪৮টি নমুনা পরীক্ষার মধ্যে ৭০টি পজিটিভ এসেছে। অর্থাৎ মোট ৪২৪টি নমুনা পরীক্ষার মধ্যে ১৬৯টি পজিটিভ রির্পোট এসেছে। করোনা সনাক্তের হার ৩৯.৮৫ ভাগ। সারাদেশের তুলনায় প্রায় ১০ ভাগ বেশি।
এর মধ্যে চাঁদপুর সদরে ৪৯ জন, ফরিদগঞ্জ ২৮ জন, কচুয়া ১৯ জন, হাইমচর ৭ জন, মতলব উত্তর ১৮ জন, মতলব দক্ষিণ ৪ জন, শাহারাস্তি ২৩ জন ও হাজীগঞ্জ ২০ জন।