প্রকাশ : ২৪ মে ২০২২, ১৮:৫৮
চান্দ্রা বাজার নূরীয়া তাহফীযুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা বাজার নূরীয়া তাহফীযুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। এ উপলক্ষে গতকাল ২৪ মে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় চান্দ্রাবাজার নূরীয়া ফাযিল(ডিগ্রি) মাদরাসায় দ্বীনি শিক্ষার ওই প্রতিষ্ঠান নির্মাণ কাজের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
|আরো খবর
চান্দ্রা বাজার নূরীয়া তাহ্ফিজুল কুরআন মাদরাসা ও এতিমখানা কমিটির আহবায়ক এবং চান্দ্রাবাজার নূরীয়া ফাযিল(ডিগ্রি) মাদরাসার আজীবন স্থায়ী দাতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম নাজিম দেওয়ান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন চান্দ্রা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদী,ভাইস প্রিন্সিপাল মাহমুদুল হাসান,শিক্ষক মাওঃ সালাহ উদ্দিন চাঁদপুরী, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আলমগীর হোসেন,ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান রাজু প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাদ্রাসার শিক্ষক ছায়েদ আলী মাস্টার।বীর মুক্তিযোদ্ধা বাচ্চু পাটওয়ারীসহ মাদ্রাসার শিক্ষক বৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১১৮ বছরের প্রাচীন চান্দ্রা বাজার নূরীয়া ফাযিল ডিগ্রি মাদারাসার পাশে তাহ্ফিজুল কুরআন মাদরাসা ও এতিমখানা করার উদ্যোগ নিয়েছেন চান্দ্রা ইউনিয়নের কৃর্তীসন্তান বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন খান। যার জমিদাতা আলহাজ্ব নজরুর ইসলাম বাবুল পাটওয়ারী।