মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ২১ মে ২০২২, ২০:০৫

মতলব দক্ষিণে জৈনপুর বাস উল্টে ১৫ যাত্রী আহত

মতলব দক্ষিণে জৈনপুর বাস উল্টে ১৫ যাত্রী আহত
মুহাম্মদ আরিফ বিল্লাহ

মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও এলাকায় গত ২১ মে বেলা ১১ টায় জৈনপুর এক্সপ্রেস এর একটি যাত্রীবাহী বাস সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ১৫ যাত্রী গুরুতর আহত হয়। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সরেজমিনে জানা যায়, গতকাল ২১ মে সকাল সাড়ে আটটায় ঢাকার গুলিস্তান থেকে জৈনপুর এক্সপ্রেস নামের ওই বাস ৩০ জন যাত্রী নিয়ে মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাসস্ট্যান্ডের উদ্দেশে রওনা দেয়।

বেলা ১১ টার সময় আইসিডিডিআরবির নায়েরগাঁও শাখার সামনে পৌঁছালে মতলব-বাবুরহাট-পেন্নাই আঞ্চলিক সড়কে একটি বড় বাঁক অতিক্রম করতে গিয়ে চালক আচমকা ওই বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি উল্টে সড়কের ওপর পড়ে যায়। এতে বাসটির ১৫ যাত্রী আহত হয়। আহতরা হলেন, আইসিডিডিআরবির মতলব হাসপাতালের চিকিৎসক মো. রাকিব (৩১) ও ব্যবস্থাপক সোহেল রানা (৩৫), উপজেলার উপাদী এলাকার সাইফুল ইসলাম (২০), চাপাতলী এলাকার রেজাউল করিম (৩৬), নারায়ণপুর এলাকার সোহেল মিয়া (২০), মো. আলমগীর হোসেন (২৮), পিতামবর্দী এলাকার সুমাইয়া আক্তার (৮) এবং হাজীগঞ্জ উপজেলার ইমাম হোসেন (২৫), জাহাঙ্গীর মিয়া (২২) ও কামাল হোসেন (৩০)। আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের কয়েকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। এর মধ্যে তিন-চারজনের অবস্থা গুরুতর মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো এ ঘটনায় কেউ মামলা করেনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়