শনিবার, ১৭ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৮ জুলাই ২০২১, ১৪:৪৫

বালিথুবার সকদিরামপুরে চোরের উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী

এমরান হোসেন লিটন
বালিথুবার সকদিরামপুরে চোরের উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা ইউনিয়নে চোরের উপদ্রব বৃদ্ধি পাচ্ছে। নগদ টাকা, দোকানের মালামাল, দামি দামি মোবাইল সেট ও গহনা এবং গরু, ছাগল, হাঁস মুরগী নিয়ে চোরের ভয়ে বিপদে এলাকাবাসি।

গত একমাসের মধ্যে ইউনিয়নের উত্তর সকদিরামপুর মিন্টু পাটোয়ারীর মুদি দোকানে, সামার বাপেগো বাড়ির সেলিনা বেগমের ঘরে, বকাউল বাড়ির খায়েরদের ঘরে, হাওলাদার বাড়ির মোস্তফা হাওলাদারের ঘরে চুরিসহ আরো কয়েকটি ঘরে রাতের আধারে চোরের দল হানা দেয়।

ভুক্তভোগী মিন্টু পাটোয়ারী বলেন, তার দোকানের দক্ষিণ পাশের শাটার ভেঙে চোরের দল দোকানে ঢুকে নগদ ৩২ হাজার ৫০০ টাকা, সিগারেট ও কসমেটিকসহ বিভিন্ন দামি দামি মালামাল নিয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় ২৫ হাজার টাকা। এছাড়া সামার বাপের বাড়ির সেলিনা বেগম বলেন, রাতের কোনো এক সময় চোরের দল তার ঘরে ঢুকে নগদ ২০ হাজার টাকা ও একটি দামি মোবাইল সেট নিয়ে যায়।

বকাউল বাড়ির খায়ের বলেন, চোরের দল রাতের কোনো এক সময় তাদের ঘরে ঢুকে নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া হাওলাদার বাড়ির হতদরিদ্র মোস্তফা হাওলাদার বলেন, তার ঘরের উত্তর পাশ দিয়ে শিং কেটে চোরের দল ঘরে ঢুকে এবং দুটি কানের দুল নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

এছাড়া মাস খানেক আগ থেকে প্রবাসী আব্দুল হান্নান, লোকমান, হোসেনসহ আরো অনেকের বাড়িতে ছিচকে চোরের দল হানা দেয়। দরজা খুলতে না পেরে বড় ধরণের ক্ষতির হাত থেকে অনেকে রেহায় পায়। এছাড়া উপজেলার কোনো না কোনো স্থানে প্রতিদিন রাতের আধারে চুরি সংঘটিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

এলাকায় এমন ছিঁচকে চোরের উপদ্রব নির্মুল করতে, ফরিদগঞ্জের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতের আদারে এসব এলাকায় নিয়মিত পেট্রোল ডিউটি পালন করলে চোরের উপদ্রব কমে যাবে বলে এলাকাবাসীর বিশ্বাস।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়