শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৫

আক্কাছ আলী রেলওয়ে একাডেমীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আক্কাছ আলী রেলওয়ে একাডেমীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
গোলাম মোস্তফা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুর শহরের আক্কাছ আলী রেলওয়ে একাডেমীতে আলোচনা, বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের পুরস্কার বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

২১ ফেব্রুয়ারী সোমবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ৪৭ থেকে ৫৬ সাল পর্যন্ত তোমাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে। বাঙ্গালি জাতিকে ধ্বংস করার জন্য তারা ভাষার উপর আগাত আনে। আমাদেন মতামত ভিন্ন থাকতে পারে কিন্তু স্বাধীনতা ও ভাষার জন্য কোন আপোষ নেই। তোমাদের ঐতিহাস জানতে হবে। কোন জাতি ভাষার জন্য রক্ত দিয়েছে এমন কোন ইতিহাস নেই। একমাত্র বাংলাদেশ ভাষার জন্য রক্ত দিয়েছি। কৃষক জামাল ও দর্জব কামাল ভাষা আন্দোরনের সময় শহীদ হন। তাদের বাড়ি হাজীগঞ্জের রাজারগাঁও। তখন কেউ তাদের কবর দেওয়ার জন্য সাহস করেনি। ঐসময় আব্দুল করিম পাটওয়ারী বাড়িতে দাফন করা হয়। এই প্রথম জামাল-কামালের কবর জেয়ারত করেছে বিদ্যালয়ের পক্ষ থেকে। তার জন্য তাদের আমি ধন্যবাদ জানাই।

তিনি আরো বলেন, শিক্ষিত হওয়া যায় কিন্তু সুশিক্ষিত নাগরিক হওয়ার জন্যে আদর্শ মানুষ হতে হয়। আদর্শ সুনাগরিক দেশের অহঙ্কার। তোমরা একদিন আদর্শ নাগরিক হয়ে এ দেশের উন্নয়নে কাজ করবে, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবে। মনে রাখবে শিক্ষার কোনো বিকল্প নেই। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ শিক্ষা বিস্তারে ছাত্র-ছাত্রীদের ব্যাপক সুযোগ-সুবিধা প্রদান করছেন। তোমরা প্রধানমন্ত্রীর দোয়া এ সকল সুযোগ-সুবিধা গ্রহণ করে নিজেকে আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলবে। একজন মানুষ হিসেবে এটাই তোমাদের কাছে প্রত্যাশা করছি।

আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক মো. গোফরান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাষা সৈনিক অ্যাড. আবু ফজলের সুযোগ্য সন্তান জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর প্রমুখ। সহকারী শিক্ষক শাহাদাত হোসেনের পরিচালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিক্ষক মাও. এমরান হোসেন। কোরআন থেকে তেলোয়াত করেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র আল ছামির জুম্মান।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম মিয়াজী, বদরুননেচ্ছা বিথী, সায়মা আহমেদ চৌধুরী, মরিয়ম বেগম, ফেরদৌসী সুলতানা, তানিয়া জেসমিন, ফরিদ আহমেদ, জাহিদ ইমতিয়াজসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ৫টি শ্রেণী কক্ষে দেয়ালিকা উদ্বোধন করেন অতিথিরা। এরপূর্বে সকালে ভাষা আন্দোলনের সময় শহীদ জামাল-কামালের কবর জেয়ারত করেছে আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক মো. গোফরান হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা। এর আগে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়