প্রকাশ : ১২ জুলাই ২০২১, ১৮:৫৫
নারায়ণপুর ডিগ্রি কলেজ গভর্নিংবডির সভাপতির রোগমুক্তি কামনায় দোয়া
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর একান্ত সচিব মো সাইফুল ইসলাম (উপ সচিব) সস্ত্রীক অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন। তাঁদের আশু রোগমুক্তি কামনায় নারায়ণপুর ডিগ্রি কলেজের উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়েছে।
|আরো খবর
এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন, গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মো শাহিদ খালেদ শামসু প্রধান, সহকারী অধ্যাপক রণজিৎ বসু, একেএম সাইফুল করিম, প্রভাষক হাবীব উল্লাহ ভূঁইয়া, মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ভুঁইয়া, মো. কাউছার মিয়া, কানিজ ফাতিমা, অফিস সহকারী মোহাম্মদ আলমগীর হোসেনসহ কর্মচারীবৃন্দ।