প্রকাশ : ১২ জুলাই ২০২১, ১৪:২৩
ফরিদগঞ্জে করোনাকালিন দুর্যোগে অসহায়দের মাঝে উপজেলা যুবলীগের খাদ্য সহায়তা প্রদান
মুহম্মদ শফিকুর রহমান এমপি ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নির্দেশে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের পক্ষ থেকে করোনাকালিন দুর্যোগে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
|আরো খবর
সোমবার ১২ জুলাই দুপুরে উপজেলা যুবলীগের কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ২ শতাধিক পরিবারের মাঝে চাউল, ডাল, আলু,পেয়াজসহ নিত্যুপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
বিতরণ পূর্ব আলোচনা সভায় উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ন আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক্ব মিজানুর রহমান কালু ভূঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার , জেলা আওয়ামী যুবলীগ সদস্য অরূপ কর্মকার, ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আল আমিন পাটওয়ারীসহ জেলা,উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যুবলীগের নেতৃবৃন্দ।