শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২২, ১৮:০৮

চাঁদপুর মতলব উত্তর ও দক্ষিণ ইউপি'র ১৭ নির্বাচিত চেয়ারম্যানদের শপথ

ইউনিয়নে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা হবে জনগণ সেটাই কামনা করে : জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

মিজানুর রহমান
ইউনিয়নে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা হবে জনগণ সেটাই কামনা করে : জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

চাঁদপুরে মতলব উত্তর উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদের ও মতলব দক্ষিণ উপজেলার ৪ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মোট ১৭ জন চেয়ারম্যান শপথ নিয়েছেন। ১১ জানুয়ারি, বুধবার সকালে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শপথ অনুষ্ঠান হয়।

চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

শপথ নেন মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম মৃর্ধা, নায়েরগাঁও উত্তরের কামরুজ্জামান, উপাদী উত্তর মোঃ শহিদ উল্যা, উপাদী দক্ষিণের মোঃ গোলাম মোস্তফা।

মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জোবায়ের আজীম পাঠান, এখলাশপুরের মোঃ মফিজুল ইসলাম,ফতেপুর পূর্ব আজমল হোসেন চৌধুরী,কলাকান্দার মোঃ ছোবহান সরকার,ফরাজীকান্দীর মোহাম্মদ রেজাউল করিম, ফতেপুর পশ্চিম নূর মোহাম্মদ, দুর্গাপুরের মোকাররম হোসেন, সুলতানাবাদের আবু বকর সিদ্দিক, মোহনপুর ইউপির সামছল হক বাবুল চৌধুরী, বাগানবাড়ির মোঃ আল মামুন, গজরার মোঃ শহীদ উল্লাহ, ষাটনলের মোঃ ফেরদাউস আলম, ইসলামাবাদের সাখাওয়াত হোসেন।

শপথ শেষে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।তিনি নির্বাচিত চেয়ারম্যানের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান। আপনারা জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান।

যে নির্বাচন হয়েছে সততা স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে। জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে আপনাদেরকে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন।

সরকারের অংশ হিসেবে যে শপথ নিয়েছেন শপথের প্রতিটি বাক্য আপনারা মেনে চলবেন। এটাই আমার অনুরোধ।

জেলা প্রশাসক বলেন নির্বাচিত চেয়ারম্যান দের কাছে তাদের ইউনিয়নের জনগণের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে আপনাদের মাধ্যমে ইউনিয়নের ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠিত হবে জনগণ সেটাই কামনা করে।

তিনি বলেন, চেয়ারম্যানদের বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে। আপনারা গ্রাম আদালতকে শক্তিশালী করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। এতে মামলার জট কমে আসবে।

মতলব উত্তর উপজেলা নির্বাহি কর্মকর্তা গাজী শরিফুল হাসানের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন, গজরা ইউনিয়নেরর চেয়ারম্যান মোঃ শহীদ উল্লাহ,নায়ের গাঁও উত্তর চেয়ারম্যান কামরুজ্জামান ভূইয়া।

জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দাউদ হোসেন চৌধুরী, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের নিবার্হী কর্মকর্তা

ফাহমিদা হক, চাঁদপুর জেলা পরিষদের সদস্য আলামিন ফরাজী সহ অন্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়