সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ২২:২১

সুস্মিতা ফাউন্ডেশনের কমিটি গঠন

সভাপতি মাহাথির মাহমুদ রিয়াদ, সাধারণ সম্পাদক প্রান্ত অধিকারী

প্রেস বিজ্ঞপ্তি।।
সুস্মিতা ফাউন্ডেশনের কমিটি গঠন

'তোমার হাতেই হতে পারে পরিবর্তন' এই স্লোগানে স্বেচ্ছাসেবী সংগঠন 'সুস্মিতা ফাউন্ডেশন'-এর কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ভার্চুয়ালি এক সভা সমাজকর্মী মাহাথির মাহমুদ রিয়াদের সভাপতিত্বে শনিবার (১৫ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে মাহাথির মাহমুদ রিয়াদকে সভাপতি, প্রান্ত অধিকারীকে সাধারণ সম্পাদক ও হাসান বক্ত কাওসারকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ১ বছরের জন্যে ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয়ে দেশের সকল জেলা উপজেলায় দ্রুত নতুন এ কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। এদিকে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সুস্মিতা ফাউন্ডেশনের অন্যতম অঙ্গীকার হচ্ছে : মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, অসহায়দের পাশে দাঁড়ানোসহ পরিবেশ সচেতনতা, সামাজিক কুসংস্কার দূরীকরণ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা।

কমিটির নবনির্বাচিত সভাপতি মাহাথির মাহমুদ রিয়াদ বলেন, আমরা যুব সমাজকে নিয়ে সমাজের ভালো কিছু কাজ করতে বদ্ধপরিকর। সকলের সহযোগিতায় সমাজ থেকে মাদক নির্মূলের কাজ করে যাবো। সামাজিক সংগঠনটির মানব কল্যাণে অন্যতম ভূমিকা থাকবে মাদকমুক্ত সমাজ, নিরক্ষরতা দূর, বাল্যবিবাহ রোধ, গরিব-দুঃখী মানুষের উপকার করা এবং সামাজিক কুসংস্কার দূর করার ক্ষেত্রে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়