প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ২২:২৪
প্রতিবন্ধী হয়েও তিনি একজন সফল কারিগর
প্রতিবন্ধী হয়েও তিনি একজন সফল কারিগর
|আরো খবর
তার বাড়ি ফরিদপুর জেলায় ,জন্মেছিলেন তিনি একজন প্রতিবন্ধী হয়ে প্রতিবন্ধী হওয়ায় ছোটবেলা হতেই তিনি ছিলেন অবহেলিত । সকলেই ভাবতেন এ প্রতিবন্ধী শিশুটি বড় হয়ে কোন কাজই করতে পারবেনা।
সুজন জানান সকলের ধারণা টি ভুল প্রমাণ করে,তিনি একটি গাড়ির গ্যারেজে কারিগরি কাজের হেলপার এর কাজ বেছে নেন ,এরপর ওস্তাদের নির্দেশ মোতাবেক সকল নির্দেশ সঠিকভাবে পালন করে ওস্তাদের মনযোগাতে সক্ষম হন।ওস্তাদ নিজ হাতে সুজনকে কাজ শিখিয়ে একজন সুদক্ষ কারিগর হিসেবে সুপ্রতিষ্ঠিত করেন এতে কারিগর হিসাবে সুজনের সুনাম নিজ এলাকা ছেড়ে অন্য জেলায় ছড়িয়ে পড়লে,মুন্সীগঞ্জের শ্রীনগরে মোকসেদ নামক একজন অটো রিক্সার গ্যারাজের মালিক তার সন্ধান পেলে তিনি ফরিদপুর হতে সুজনকে তার গ্যারেজে নিয়ে আসেন এবং গ্যারেজের প্রধান কারিগরের দায়িত্ব দেন।
গ্যারেজে বিনা টাকায় থাকা ও খাওয়ার ব্যবস্থাকরার পর মাসে ১৫ হাজার টাকা নির্ধারণ করেন।
কিছুদিন পর উক্ত মালিক তার অটো রিক্সার গ্যারেজ বন্ধ করে দিয়ে প্রবাস জীবনে চলে গেলে।
বিক্রমপুর অটো রিক্সার গ্যারেজের মালিক স্বরূপ আলী সুজনের সংবাদটি পান তিনি সুজনকে ফ্রি থাকা ও খাওয়ার ব্যবস্থা করেন এবং
২০ হাজার টাকা মাসিক বেতনে তার অটোরিকশা গ্যারেজে নিয়োগ দেন।সুজনের বর্তমান বয়স ৩২বছর।তিনি বিবাহিত এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক সুজন জানান তার স্ত্রী ও সন্তানরা তার মত নয় স্বাভাবিক মানুষ হিসাবে বেড়ে উঠছেন। তিনি একজন প্রতিবন্ধী হয়েও সফল কারিগর ও সফল পরিবারের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করতে পারায় তিনি পরম করুনাময় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।