প্রকাশ : ২০ নভেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর রোটারী ক্লাবের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর ক্রোড়পত্র সম্পাদকের কথা
সুপ্রিয় রোটারিয়ানবৃন্দ,
|আরো খবর
সকলকে জানাচ্ছি প্রাণঢালা হৈমন্তী শুভেচ্ছা ও অভিনন্দন। অর্ধ শতাব্দী উত্তীর্ণ চাঁদপুর রোটারী ক্লাব বিভিন্ন কর্মকাণ্ড দ্বারা রোটারীর ঐতিহ্য বহন করে যাচ্ছে। ২০০৭ সালে চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সদস্য হয়ে রোটারী অঙ্গনে যুক্ত। সময়ের পরিক্রমায় চাঁদপুর রোটারী ক্লাবের অনেক প্রকাশনার সাথে নিজেকে জড়িয়ে নেই। আমাকে সেই সুযোগটি করে দেয়ার জন্য ক্লাবের সিনিয়র রোটারিয়ানদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকল কাজে নিজেকে উজাড় করে দিয়েছি। আজকের ৫১তম বছরে স্মরণ করি যাঁদের প্রচেষ্টায় চাঁদপুর রোটারী ক্লাব আজ ৫১তম বছর পূর্ণ করেছে।
গত বছর এইদিনে ৫০ বৎসর পূর্তি অনুষ্ঠান নানা প্রতিকূলতার মাঝেও আহ্বায়ক রোটাঃ পিপি কাজী শাহাদাত ও সদস্য সচিব রোটাঃ অ্যাডঃ পিপি মোঃ সাইয়েদুল ইসলাম বাবু এবং ২০২০-২১ রোটারী বর্ষের সভাপতি রোটাঃ নাছির উদ্দিন খান ও সচিব রোটাঃ অ্যাডঃ নজরুল ইসলামের নেতৃত্বে সফলভাবে সম্পন্ন হয়েছে। ৫০তম বছরের প্রকাশনাসহ অনুষ্ঠানের অনেক কিছুই কালের সাক্ষী হয়ে থাকবে। সেইদিন হয়ত আমরা বেঁচে থাকবো না। তবে ৫০তম বছরের সকল প্রকাশনায় নিজেকে সম্পৃক্ত রাখতে পেরেছিলাম বলে ইতিহাসের একটি অংশ হয়েই থাকবো। আজকে ক্লাবের ৫১তম বছর পূর্তির শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ২০২১-২২ রোটারী বর্ষের সকল বোর্ড সদস্যসহ অন্য সকল সদস্যকে। আজকের ক্রোড়পত্র প্রকাশনায় কোনো ভুল হলে সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
রোটারী আন্দোলন দীর্ঘজীবী হোক
রোটাঃ উজ্জ্বল হোসাইন, আরএফএসএম
সম্পাদক, ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর ক্রোড়পত্র
ও জয়েন্ট সেক্রেটারী, চাঁদপুর রোটারী ক্লাব।