রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২০ নভেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুর রোটারী ক্লাবের ৫০তম সভাপতির কৃতজ্ঞতা

চাঁদপুর রোটারী ক্লাবের ৫০তম সভাপতির কৃতজ্ঞতা
অনলাইন ডেস্ক

প্রিয় রোটারিয়ানবৃন্দ, আসসালামু আলাইকুম।

শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ৫১তম বছর পূর্তিতে। একটি ক্লাবের পঞ্চাশোর্ধ্ব সময় অতিক্রম করা অত্যন্ত কষ্টসাধ্য। ৫১তম বছরে এসে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি যাঁদের অক্লান্ত পরিশ্রমে চাঁদপুর রোটারী ক্লাব আজ অর্ধশতোর্ধ্ব বছর অতিক্রম করছে। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অগ্রজদের যাঁরা আমাকে এই ক্লাবের ৫০তম বছরের সভাপতি নির্বাচিত করেছিলেন। চাঁদপুর রোটারী ক্লাব চাঁদপুর নয় সারাদেশে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে পঞ্চাশ বছর অতিক্রমের মধ্য দিয়ে। এ ক্লাবে যোগদান না করলে বুঝতেই পারতাম না বন্ধুত্বের মাধ্যমে সমাজে অনেক ভালো কাজও করা সম্ভব। আমার জীবনে এটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে যে, আমি এই ক্লাবের পঞ্চাশ বছরে সভাপতির দায়িত্বপালন করেছিলাম। এটি শুধু ইতিহাস নয় একটি মাইলকফলক। ৫০তম বছর পূর্তি পালনে অক্লান্ত শ্রম ও মেধা প্রয়োগে অনুষ্ঠানটি সাফল্যের সাথে সম্পাদন করায় উদ্যাপন পরিষদের আহ্বায়ক রোটাঃ কাজী শাহাদাত ও সদস্য সচিব রোটাঃ অ্যাডঃ সাইয়েদুল ইসলাম, রোটাঃ অধ্যাপক জাকির হোসেন, রোটাঃ শাহেদুল হক মোর্শেদসহ ক্লাব সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি অভিষেক কমিটির চেয়ারম্যান রোটাঃ তমাল কুমার ঘোষকে। এছাড়া সারাবছর বিভিন্ন কাজে ক্লাবকে সহযোগিতা করায় বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি রোটাঃ উজ্জ্বল হোসাইনকে।

২০২০-২১ রোটারী বর্ষের বিভিন্ন সেবামূলক প্রকল্প সম্পন্ন করেছি, যার মধ্যে অন্যতম ছিলো ক্যান্সার আক্রান্ত একাধিক রোগীকে সহায়তা, বন্যার্ত ও বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য সহায়তা, মেধাবৃত্তিসহ আরো কিছু কর্মসূচি। এ কর্মসূচিতে রোটাঃ খোরশেদ আলম পাটওয়ারীসহ ক্লাব সদস্যরা আমাকে সহায়তা করেছেন, সেজন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

বর্তমান রোটারী বর্ষের সভাপতি ও পরিচালনা পর্ষদের সদস্যদের গতিশীল নেতৃত্বে চাঁদপুর রোটারী ক্লাব এগিয়ে যাবে এ বিশ্বাস আমার আছে। আপনারা আমাকে দোয়া করবেন এজন্যে যে, সেবার উজ্জ্বল দৃষ্টান্ত চাঁদপুর রোটারী ক্লাবের অগ্রযাত্রায় যেন সম্পৃক্ত থাকতে পারি। রোটারী আন্দোলন দীর্ঘজীবী হোক।

রোটাঃ আইপিপি নাছির উদ্দিন খান, পিএইচএফ

সভাপতি (২০২০-২১)

চাঁদপুর রোটারী ক্লাব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়