রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২০ নভেম্বর ২০২১, ০০:০০

আমি তাগিদ দিয়েছি, তবে দায়িত্ব চাইনি

রোটাঃ পিপি কাজী শাহাদাত, পিএইচএফ

আমি তাগিদ দিয়েছি, তবে দায়িত্ব চাইনি
অনলাইন ডেস্ক

২০১০-১১ রোটারী বর্ষে আমি চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতির দায়িত্ব গ্রহণের পূর্বে ভেবে দেখলাম, আমার সময়ে অর্থাৎ ২০১০ সালের ২০ নভেম্বর মাসে ক্লাবের ৪০ বছর পূর্তি হবে। সিনিয়র রোটারিয়ানদের সাথে কথা বলতেই তাঁরা ব্যাপক সাড়া দিলেন। বিশেষ করে দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক রোটাঃ আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশার পিএইচএফ আশাব্যঞ্জক সাড়া দিলেন। কিন্তু তিনি ক্লাবের সাবেক সভাপতি না হওয়ায় তাঁকে ৪০ বছর পূর্তি অনুষ্ঠানের আহ্বায়ক করা যায় নি। আহ্বায়ক করা হয় সাবেক সভাপতি রোটাঃ পিপি মিজানুর রহমান খানকে। তিনি তাঁর ঘনিষ্ঠ আত্মীয় রুহুল আমিন মজুমদারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর অন্যতম উপদেষ্টা এইচটি ইমামকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করতে সক্ষম হন। জনাব এইচটি ইমাম চাঁদপুর রোটারী ক্লাবের ৪০ বছর পূতি উদ্যাপন কর্মসূচিতে অংশ নিয়ে ব্যাপক আয়োজন দেখে মুগ্ধ হন এবং ঢাকায় ফিরে লিখিত প্রশংসাপত্র পাঠান।

২০২০ সালের ২০ নভেম্বর চাঁদপুর রোটারী ক্লাবের পঞ্চাশ বছর পূর্তি হবে বলে ৪৯তম বছরে অর্থাৎ ২০১৯-২০ রোটারী বর্ষে আমি ক্লাব কর্মকর্তাদের বিশেষ তাগিদ দেই। ওই বর্ষের সভাপতি রোটাঃ শেখ মঞ্জুল কাদের সোহেল একটি বোর্ড সভায় এজেন্ডা আনলে ক্লাব সদস্যদের সম্মতিতে আমাকেই পঞ্চাশ বছর পূর্তি উদ্যাপন কমিটির আহ্বায়ক বানানো হয়। আর সাবেক সভাপতি রোটাঃ অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবুকে করা হয় সদস্য সচিব। করোনাকালে এমন দায়িত্বপালনের বিষয়টিতে আমি চিন্তিত হয়ে পড়লাম। কিন্তু ২০২০-২১ রোটারী বর্ষের সভাপতি রোটাঃ নাছির উদ্দিন খান ও সচিব রোটাঃ অ্যাডঃ নজরুল ইসলাম পিএইচএফের সর্বোচ্চ আন্তরিকতাপূর্ণ সহযোগিতায় এবং উদ্যাপন পরিষদের সচিব রোটাঃ পিপি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু পিএইচএফের সক্রিয়তায় আমি চিন্তামুক্ত হয়ে নিজের সবটুকুন সামর্থ্য ঢেলে দিয়ে দায়িত্বপালন করলাম। মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি আমাদের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে আমাদের ধন্য ও আলোকিত করলেন।

অনুষ্ঠানের এক সপ্তাহ পর আয়-ব্যয়ের খসড়া হিসাব উপস্থাপন করি এবং সকলকে নিশ্চিত করি যে, আমাদের ব্যয়ের পর প্রায় এক লক্ষ টাকা উদ্বৃত্ত থাকবে। আমরা আয় করেছি প্রায় ১৪ লাখ ৪৫ হাজার টাকা, ব্যয় করেছি প্রায় ১৩ লাখ ৪৫ হাজার টাকা। এই আয়-ব্যয়ের চূড়ান্ত হিসাবটি দিতে অনিবার্য কারণে দেরি হয়ে গেলো। সেজন্যে ভাবলাম, চলতি ২০২১ সালের ২০ নভেম্বর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চূড়ান্ত হিসাব প্রদান ও মূল্যায়ন স্মারক প্রদান করলে কেমন হয়। এ ভাবনা করতে না করতেই ২০২১-২২ রোটারী বর্ষের করিৎকর্মা সভাপতি রোটাঃ শাহেদুল হক মোর্শেদ আরএফএসএম, সচিব অ্যাডঃ পলাশ মজুমদার আরএফএসএমসহ অন্য সদস্যরা সানন্দে রাজি হয়ে গেলেন।

এই সদয় রাজিতেই আমি কাজী আর নীরব থাকিনি। সেজন্যে আজকের ক্ষুদ্র আয়োজন। সকলের ভালো লাগলে কৃতার্থ হবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়