প্রকাশ : ২০ নভেম্বর ২০২১, ০০:০০
বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন চাঁদপুর জেলা পাঠচক্র ফোরামের উদ্যোগে মহান রুশ বিপ্লবের ১০৪তম বার্ষিকী উপলক্ষে কোর্ট এলাকায় গতকাল সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলা পাঠচক্র ফোরামের সমন্বয়ক কমরেড আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্তী এবং ঐক্য ন্যাপের সভাপতি শ্যামাপদ ঘোষ ভুলু। এছাড়া আরো বক্তব্য রাখেন দীপক রাউত, মিজানুর রহমান, গিয়াসউদ্দিন ও সাদ্দাম মাহমুদ।
কমরেড শুভ্রাংশু চক্রবর্তী বলেন, ১৯১৭ সালে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে পৃথিবীর বুকে প্রথম শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হয়। বিপ্লবের পর তারা মাত্র আঠারো বছরের মধ্যে ঘোষণা করে তাদের দেশে বেকারত্ব নেই, শতভাগ মানুষ শিক্ষিত, কোনো মানুষ বুভুক্ষু নেই। কিন্তু বাংলাদেশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর আজ পঞ্চাশ বছরের মধ্যেও আমাদের দেশ বেকারত্ব, অশিক্ষা, নারী নির্যাতনসহ নানা রকম সংকটে নিমজ্জিত। এর মূলে হলো পুঁজিবাদী শোষণ ও ফ্যাসিবাদী শাসন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ বর্তমানে একটা চরম ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্র পরিচালনা করছে। তার প্রমাণ, সম্প্রতি তেলের দাম বাড়ানোসহ সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিস মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে গেছে। সাথে সাথে বাস ভাড়া, লঞ্চ ভাড়া বাড়ানোর মাধ্যমে জনগণের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এছাড়া জনগণ যাতে ঐক্যবদ্ধ হতে না পারে তার জন্য মানুষকে ধর্মীয় সাম্প্রদায়িকতা ছড়িয়ে বিভক্ত করা হচ্ছে। তিনি রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের চেতনাকে ধারণ করে পুঁজিবাদী শোষণ ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে শ্রমজীবী জনগণসহ সমস্ত গণতান্ত্রিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।