প্রকাশ : ২০ নভেম্বর ২০২১, ০০:০০
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২-এর একটি দল ১৯ নভেম্বর কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার চান্দশ্রী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সিএনজিতে করে মাদকদ্রব্য পরিবহনকালে ৬০০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মানিকপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে হান্নান (৩৭)। অভিযানে মাদক পরিবহণে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।