প্রকাশ : ১৯ নভেম্বর ২০২১, ০০:০০
ফেসবুক পেজে
মিথ্যা বলে ছবি তোলা ও মিথ্যা পোস্টের প্রতিবাদ
আমি নিম্ন স্বাক্ষরকারী মোঃ শাকিল মাহমুদ টুকু। আসন্ন হাজীগঞ্জের ৫নং সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত ১৭ নভেম্বর মনোনয়নপত্র উত্তোলন করি। আমার মনোনয়নপত্র উত্তোলনের কিছু পরে আমার রাজনৈতিক সহযোদ্ধা ইউনিয়ন ও উপজেলা যুবদল নেতা জুলহাস চৌধুরী এসে বলে, আমার ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে সদস্য পদে কামাল সর্দার মনোনয়নপত্র তুলবে এ সময় তাদের সাথে ছবি তোলার জন্যে। কামাল সর্দারের মনোনয়ন মনে করে আমি সরল বিশ্বাসে তাদের সাথে মনোনয়ন উত্তোলনের সময় ছবি তুলি। একই দিন সন্ধ্যার পর জুলহাস চৌধুরী তার নিজের ইংরেজি ফেসবুক পেজ Chowdhury julash পেজে দুপুরে কামাল সর্দারের সাথে তোলা ছবিটি পোস্ট দেয়। সেই পোস্টে জুলহাস চৌধুরী লিখে, সে নিজে আমাদের ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছে, সেই সময় তার সাথে আমি ছিলাম। প্রথমত আমাকে মিথ্যা কথা বলে ছবি তোলা হয়েছে ও সে নিজে প্রার্থী ছিলো এটা আমার কাছে গোপন করে আমি প্রার্থী হওয়া সত্ত্বেও আমার নাম ব্যবহার করে জুলহাস তার নিজের ফেসবুকে মিথ্যে পোস্ট দিয়েছে। তাই উক্ত পোস্টের ও মিথ্যা তথ্য দিয়ে ছবি তোলার জন্যে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। -মোঃ শাকিল মাহমুদ টুকু।
|আরো খবর
জিডি-১২৫০/২১