বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২১, ০০:০০

সুদাসলসহ পাওনা পরিশোধ না করায় হাইমচরে ১ ব্যক্তিকে কুপিয়ে জখম
শ্বরীফুল ইসলাম ॥

হাইমচর উপজেলার চরভাঙ্গা গ্রামের সাবু মাস্টারের মোড়ের দক্ষিণ পাশে ১৭ নভেম্বর সকাল ৯টায় কিশোর গ্যাং রফিক মিজি (১৭) ধারালো ছেনি দিয়ে কুপিয়ে জখম করেছে সফিক মালৎ (৫০) নামে এক ব্যক্তিকে।

সম্পূর্ণ পরিকল্পিতভাবে ফিল্মি স্টাইলে রফিক মিজি এলাউছ বেপারীর ছোট টং দোকানের সামনে এ ঘটনা ঘটিয়েছে। উপস্থিত লোকজন কিছু বুঝে উঠার আগেই দক্ষিণ দিক থেকে একটি মোটরবাইকে এসে রফিক মিজিকে নিয়ে চলে যায়। মোটরবাইক চালককে কেউ চিনে উঠতে পারে নি। এ ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত লোকজন আহত সফিক মালৎ কে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত লোকজনের কাছ থেকে জানা যায়, দীর্ঘদিন আগে সফিক মালৎ অভাবের তাড়নায় সুদ ব্যবসায়ী জয়নাল মিজির কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়েছিলো। গত পাঁচ-সাত দিন আগে ৩০ হাজার টাকা সুদাসলসহ ১ লাখ ২০ হাজার টাকা দাবি করেন। সফিক মালৎ তার মধ্যে ৪২ হাজার টাকা পরিশোধও করেছেন। কিন্তু বাকি টাকার জন্য গত চার-পাঁচ দিন আগে সফিক মালৎ কে গায়ে হাততোলাসহ হুমকি দিয়েছেন জয়নাল মিজি। সামান্য কথা কাটাকাটিও হয় দু’জনের মধ্যে। সফিক মালৎ ভয় পেয়ে ৫নং হাইমচর ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাৎ সরকারকে অনুরোধ করেন জয়নাল মিজির সাথে সমস্যার সমাধান করে দিতে। চেয়ারম্যান দু’জনের মধ্যে কোলাকুলির মাধ্যমে সমস্যার সমাধান করে দেন, আর সুদের বাকি টাকা আগামী দুই মাসে দুই কিস্তিতে দেয়ার কথার প্রেক্ষিতে সমাধান করেন। কিন্তু ১৭ নভেম্বর জয়নাল মিজির পুত্র কিশোর গ্যাং রফিক মিজি বস্তা থেকে ধারালো ছেনি বের করে জনসম্মুখে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

হাইমচর থানার অফিসার ইনচার্জ ঘটনা জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠান। পুলিশ্ব এসে ঘটনাস্থল থেকে রফিক মিজির হাতের জখমকৃত ধারালো ছেনিসহ নুরু মিজি (২০) নামের একজনকে আটক করে। নুরু মিজি ভিকটিম রফিক মিজির আপন চাচাতো ভাই। নুরু মিজিকে কেন পুলিশ্ব আটক করেছে এখনো জানা যায় নি। এ সংবাদ লেখার আগ পর্যন্ত হাইমচর থানায় এ ঘটনা নিয়ে কোনো মামলা হয়নি।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এলাউছ বেপারী (৬২) (যার দোকানের সামনে ঘটনা ঘটেছে), মোখলেস সর্দার (৭০), শাহজাহান চকিদার (৬৮), মোশাররফ গাজী (৬০)সহ আরো লোকজন। উপস্থিত লোকজন বলেন, এ ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিত। জয়নাল মিজির আদেশেই তার ছেলে এ ঘটনা ঘটিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়