প্রকাশ : ১৮ নভেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর শ্বহরের বিপণীবাগস্থ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভা গতকাল ১৭ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অঞ্জনা খান মজলিশ্ব। বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিমা রাণী ভৌমিকের পরিচালনায় সভায় অংশ্ব নেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও চাঁদপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, সদস্য ও চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাবউদ্দিন, সদস্য ও সুইড বাংলাদেশ্ব চাঁদপুরের সভাপতি ও প্রাক্তন উপাধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন তপাদার কাঞ্চন, সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশ্বক সোহেল রুশ্বদী, অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মোঃ মজিবুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, সিভিল সার্জনের প্রতিনিধি, অভিভাবক সদস্য মোঃ তাজুল ইসলাম মজুমদার, সিনিয়র সহকারী শিক্ষক বিচিত্রা সাহা প্রমুখ।
সভার শুরুতে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ্বকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় জেলা প্রশাসক বলেন, বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিকদের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। তিনি এদের ব্যাপারে সবসবময়ই সহযোগিতা করে আসছেন। আমরা তাদের পাশে থাকবো। অটিস্টিকদের ব্যাপারে চাঁদপুর জেলা প্রশাসনের তরফ থেকে সবধরনের সহযোগিতা থাকবে। তিনি বলেন, অটিস্টিকদের জন্য দ্রুত সময়ের মধ্যে সরকারিভাবে নিজস্ব জমি এবং অস্থায়ীভাবে একটি স্কুল ঘরের ব্যবস্থা করবো। বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্যে প্রতিবন্ধী ভাতা, ক্রীড়া সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করবো। চাঁদপুরে এ ধরনের একটি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্যে বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। জানা গেছে, চাঁদপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বর্তমানে মোট ৭৫জন শিক্ষার্থী লেখাপড়া করছে।