বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক

জাতিসংঘের শ্বরণার্থী বিষয়ক সংস্থা ‘ইউএনএইচসিআর’র সহায়তা সামগ্রী নিয়ে নৌবাহিনীর দুটি জাহাজ নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে।

১৭ নভেম্বর বুধবার দুপুরে জাহাজ দুটি ভাসানচর পৌঁছায়। এরমধ্যে ‘বানৌজা টুনা’ দুপুর ১২টায় এবং ‘বানৌজা তিমি’ পৌঁছায় ১টার দিকে।

শ্বরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশ্বনের (আরআরআরসি) অতিরিক্ত কমিশ্বনার মোয়াজ্জেম হোসাইন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাহাজ দুটিতে ১৩৭ দশ্বমিক ২৮ মেট্রিক টন ওজনের বিভিন্ন ধরনের সামগ্রী ছিল। ভাসানচরে আনার পর সামগ্রীগুলো বিডিআরসিএসের তত্ত্বাবধানে ওয়্যারহাউজে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ইউএনএইচসিআরের দেওয়া ১১ ধরণের সামগ্রীর মধ্যে রয়েছে- স্লিপিং ম্যাট, কম্বল, প্লাস্টিক ত্রিপল, বালতি, সোলার ল্যাম্প, কিচেন সেট, ফিমেইল হাইজিন কিট, সাবান ও জুট ব্যাগ।

এর আগে, গত ৯ অক্টোবর ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্ত হতে সমঝোতা স্মারক সই করে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জাতিসংঘের শ্বরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। সমঝোতার পর এবারের সহায়তা সামগ্রী পৌঁছানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলো ইউএনএইচসিআর। সূত্র : জাগো নিউজ।

মামলার জালে আটকা সাড়ে ১০ হাজার কোটি টাকা

অনিয়ম-দুর্নীতি আর জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন আর্থিক প্রতিষ্ঠানগুলোর উদ্যোক্তা-পরিচালকরা। নামে-বেনামে নানা অব্যবস্থাপনায় দেওয়া ঋণ আর ফেরত আসছে না। ফলে অর্থ আদায়ে বাধ্য হয়ে মামলা করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) এমন ১৭ হাজার ৪৩২টি মামলা এখনও নিষ্পত্তির অপেক্ষায় আছে। এসব মামলার বিপরীতে আটকা আছে প্রতিষ্ঠানগুলোর ১০ হাজার ৬৩২ কোটি টাকা।

বাংলাদেশ্ব ব্যাংকের ষাণ¥ামাসিক প্রতিবেদন থেকে এমন তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে ২০২১ সালের জুন পর্যন্ত আর্থিক খাতের মামলার সংখ্যা এবং মামলার কারণে আটকে থাকা অর্থের পরিমাণ তুলে ধরা হয়েছে। সাধারণত যেসব খেলাপি ঋণ আদায়ের সম্ভাবনা কম সেগুলো আদায়ের জন্যই ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো আদালতে মামলা করে থাকে।

পুনঃতফসিল পুনর্গঠন ও এককালীন পরিশোধসহ গত এক দশ্বকে ঋণখেলাপিদের জন্য একাধিক বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। তারপরও ঋণ পরিশোধ হচ্ছে না। ক্রমাগত বাড়ছে খেলাপি ঋণ। অন্যদিকে দু-একটি ঘটনা ছাড়া ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদাহরণও তেমন চোখে পড়ছে না। এমন পরিস্থিতিতে মামলাজট কমাতে স্পেশাল কোর্ট (বিশেষ আদালত) চালুর পাশাপাশি সরকারের পক্ষ থেকে খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন সংশ্লিষ্টরা।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ আদায়ে সাধারণত চার ধরনের আদালতে গ্রাহকের বিরুদ্ধে মামলা দায়ের করে। আদালতগুলো হলো- অর্থঋণ, দেউলিয়া, সার্টিফিকেট ও দেওয়ানি আদালত। এর মধ্যে অর্থঋণ আদালতেই বেশির ভাগ মামলা দায়ের হয়। এ আদালতেই এনবিএফআইয়ের অধিকাংশ্ব অর্থ আটকা আছে।

অর্থঋণ আদালতসহ অন্যান্য আদালতে দায়ের ও নিষ্পত্তি মামলা সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনের তথ্য বলছে, চলতি বছরের জুন মাস পর্যন্ত আদালতে দায়ের হওয়া মামলার সংখ্যা (ক্রমপুঞ্জিভূত) ২৮ হাজার ২০৭টি। এসব মামলার বিপরীতে জড়িত অর্থের পরিমাণ ১২ হাজার ৮৯০ কোটি ৮৮ লাখ টাকা। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ১০ হাজার ৭৭৫টি মামলা; যেখানে অর্থের পরিমাণ ছিল দুই হাজার ২৫৭ কোটি ৯৭ লাখ টাকা। জুন শেষে বিচারাধীন মামলা রয়েছে ১৭ হাজার ৪৩২টি। এসব মামলার বিপরীতে জড়িত অর্থের পরিমাণ ১০ হাজার ৬৩২ কোটি ৯১ লাখ টাকা।

খাত-সংশ্লিষ্টরা বলছেন, আদালতে মামলা করে বছরের পর বছর খেলাপি ঋণ আদায় করতে ব্যর্থ হওয়ায় সংকট আরও প্রকট হয়েছে। খেলাপি ঋণ আদায়ে বিদ্যমান বিচার প্রক্রিয়া দেশে এতটাই অকার্যকর এবং বিচারের যে দীর্ঘসূত্রতা, ফলে হাজার হাজার কোটি টাকা আটকা আছে মামলাজটে। বছরের পর বছর ধরে এ সুযোগ নিচ্ছেন রাঘববোয়াল ঋণখেলাপিরা। আদালতে মামলাগুলো ঝুলিয়ে রেখে বহাল তবিয়তে ব্যবসা ও রাজনীতি করে যাচ্ছেন তারা। অনেকে আবার বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, এমনকি পরিচালক হয়ে বছরের পর বছর নেতৃত্ব দিচ্ছেন। তাই সংকট নিরসনে মামলার দীর্ঘসূত্রতার নিরসন প্রয়োজন। এটি করতে না পারলে ভবিষ্যতে সংকট মহামারির আকার ধারণ করবে।

দেশে এখন ব্যাংকবহির্ভূত ৩৪টি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ ঋণ শ্রেণিকরণের তথ্য অনুযায়ী, মার্চ প্রান্তিকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ ৬৬ হাজার ৯৬২ কোটি ৪২ লাখ টাকা। এর মধ্যে ঋণ শ্রেণিকরণ বা খেলাপি হয়েছে ১০ হাজার ৩৫৩ কোটি ৬০ লাখ টাকা। যা বিতরণ করা ঋণের ১৫ দশ্বমিক ৪৬ শ্বতাংশ্ব। খেলাপি ঋণের মধ্যে মন্দ ঋণের (ব্যাড লোন) পরিমাণ সাত হাজার ৮৯২ কোটি টাকা।

এসব বিষয়ে জানতে চাইলে আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন বাংলাদেশ্ব লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশ্বনের (বিএলএফসি) ভাইস চেয়ারম্যান ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানির (আইআইডিএফসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম সরওয়ার ভূঁইয়া ঢাকা পোস্টকে বলেন, ‘মামলা বাড়ছে কিন্তু কোর্টের (আদালত) সংখ্যা বাড়েনি। ফলে মামলাজট বেড়েছে। ব্যাংক, বিমাসহ পুরো আর্থিক খাতের লাখ লাখ মামলা একই কোর্টে পরিচালিত হচ্ছে। মামলা নিষ্পত্তির জন্য আইনে একটা সময় দেওয়া আছে। কিন্তু মামলা বেশি হওয়ায় তারিখ অনেক সময় নিয়ে নির্ধারণ করা হচ্ছে। ফলে মামলাগুলো ঝুলে যাচ্ছে।’

এছাড়া মামলা নিষ্পত্তির প্রক্রিয়া বেশ্ব লম্বা। বিচারক ইচ্ছা করলেও রায় দিতে পারেন না। তিনি আরও বলেন, করোনার কারণে দীর্ঘদিন কোর্ট বন্ধ ছিল। এ কারণে সমস্যাও বেড়েছে। সমস্যা সমাধানের একমাত্র পথ স্পেশাল কোর্ট (বিশেষ আদালত) চালু করা। তা না হলে সমস্যা দিন দিন বড় হবে।

বিশেষ আদালতের বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা করে প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে গোলাম সরওয়ার ভূঁইয়া বলেন, ‘আমরা অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ্ব ব্যাংক, অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে কথা বলে স্পেশাল কোর্ট চালুর ব্যবস্থার কথা বলেছি। যেখানে শুধু আর্থিক প্রতিষ্ঠানের মামলাগুলো নিষ্পত্তি হবে। তা না হলে মামলা বাড়তেই থাকবে, সংকটও বাড়বে।’

আইআইডিএফসি এমডি আরও বলেন, ‘নতুন আর্থিক প্রতিষ্ঠান আইন হচ্ছে। সেখানে ইচ্ছাকৃত খেলাপিকে চিহ্নিত করে সরকার শাস্তি দেবে। এসব খেলাপি বিদেশে যেতে পারবে না। তাদের পাসপোর্ট জব্দ করা হবে। রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে তাদের বঞ্চিত করা হবে। এসব আইন যদি কার্যকর হয় তাহলে খেলাপির সংখ্যা কমে আসবে।’

এজন্য দুটি বিষয় দরকার। এক, সরকারের পক্ষ থেকে খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং দুই, স্পেশাল কোর্ট চালু করা— বলেন গোলাম সরওয়ার ভূঁইয়া।

বাংলাদেশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী, অর্থঋণ আদালতে দায়ের করা মোট মামলার সংখ্যা দুই লাখ এক হাজার ৫৮৬টি। এসব মামলার সঙ্গে জড়িত অর্থের পরিমাণ এক লাখ ৯৫ হাজার ৭৯১ কোটি টাকা। তবে জুন পর্যন্ত নিষ্পত্তি হয়েছে এমন মামলার সংখ্যা এক লাখ ৩৬ হাজার। এর বিপরীতে আদায় হয়েছে মোট ১৯ হাজার ৭৩ কোটি টাকা। সেই হিসাবে জুন শেষে অর্থঋণ আদালতে আটকা এক লাখ ৭৬ হাজার ৬৪৩ কোটি টাকা। সূত্র : ঢাকা পোস্ট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়