প্রকাশ : ১৮ নভেম্বর ২০২১, ০০:০০
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাছাই করার লক্ষ্যে কচুয়া উপজেলার ৭নং দক্ষিণ কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কোমরকাশা জামালিয়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয় এ বর্ধিত সভা।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় বক্তব্য বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সহ-সভাপতি কামরুন্নাহার ভূঁইয়া, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম ও সৈয়দ আব্দুল জাব্বার বাহার, দপ্তর সম্পাদক দেলোয়ার মজুমদার, বন ও পরিবেশ্ব বিষয়ক সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।
সভায় প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের জন্যে ৮ জনের নাম তালিকাভুক্ত করা হয়। তারা হচ্ছেন : ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লিটন মুন্সি, সহ-সভাপতি মহিউদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলী আজগর প্রধান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি নূর মোহাম্মদ, বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন লিটন ও ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম ছানী।