বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২১, ০০:০০

শিক্ষামন্ত্রীর হাত ধরে কারিগরি শিক্ষা ব্যবস্থায় নতুন দিগন্ত শুরু হচ্ছে
মোঃ আবদুর রহমান গাজী ॥

বাংলাদেশ্ব শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) চাঁদপুরের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন ও ওরিয়েন্টেশ্বন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ্ব স্বাধীন হয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশ্ব বাংলাদেশ্ব। সেই তলাবিহীন ঝুড়ি থেকে আজ উন্নত হয়েছে বাংলাদেশ্ব। বঙ্গবন্ধু যখন ঘুরে দাঁড়িয়ে স্বপ্ন দেখছিলেন তখনই তাঁকে হত্যা করা হয়। তলাবিহীন ঝুড়ির দেশ্ব এখন বিশ্বের ৪১তম দেশ্ব হিসেবে পরিচিতি লাভ করেছে। ভবিষ্যতে বাংলাদেশে মালয়েশিয়া থেকে ভিসা নিয়ে কাজ করতে আসবে। আর এ অবস্থান তৈরি করেছেন জননেত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, দেশের নাগরিক দেশেই জনশ্বক্তিতে রূপান্তর হবে এটাই চেয়েছিলেন বঙ্গবন্ধু। সে লক্ষ্যেই কারিগরি শিক্ষাকে জোরদার করা হচ্ছে। কারিগরি শিক্ষা মানুষকে নিজে স্বাবলম্বী হতে শেখায়। কারিগরি শিক্ষা মানে চাকুরি পাবো, এটা বড় বিষয় নয়। সেখানে সে দক্ষ হয়ে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরো মানুষের কর্মসংস্থান করবে। দেশে কারিগরি শিক্ষা ব্যবস্থায় নতুন দিগন্ত শুরু হচ্ছে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির হাত ধরে।

বিটাকের অতিরিক্ত পরিচালক প্রকৌশ্বলী মোঃ জাহাঙ্গীর আলমের সভাপ্রধানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর গাজী, কাউন্সিলর অ্যাডঃ কবির হোসেন চৌধুরী প্রমুখ।

সঞ্চালনায় ছিলেন জব প্লেসমেন অফিসার কাজী মোঃ জাকির হোসেন। ছিলেন বিভিন্ন প্রকৌশ্বলী ও প্রশিক্ষণার্থীগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়