বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২১, ০০:০০

ধর্ম মানুষকে পশুত্ব থেকে জ্ঞানবান করে
স্টাফ রিপোর্টার ॥

ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে প্রতি বছরের ন্যায় এবছরও ঘোষপাড়া ব্রহ্মপূজা কমিটির ব্যাপক আয়োজনে পুরাণবাজার ঘোষপাড়ায় অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী লোকনাথ বাবার ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসব। উৎসবকে কেন্দ্র করে ১৬ নভেম্বর মঙ্গলবার বিকেল থেকে শত শত নর-নারী পুণ্য অর্জনের নিমিত্তে পুরাণবাজার ঘোষপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের সম্মুখে উপস্থিত হতে থাকেন। তারা সন্ধ্যার পূর্ব মুহূর্তে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শ্রী শ্রী লোকনাথ বাবার সন্তুষ্টির লক্ষ্যে দেশ ও জাতির কল্যাণ কামনায় কায়মনোবাক্যে ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন করেন। তাদের প্রজ্জ্বলিত ঘৃত প্রদীপের আলোতে চারিদিক প্রজ্জ্বলিত হয়ে উঠে। এ সময় পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিলক্ষিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা মানুষ হয়ে জন্ম নিয়েও অনেক ক্ষেত্রে মানুষের মত আচরণ করতে পরি না, এর মূল কারণ আমাদের মাঝে ধর্মহীনতা। আমরা যে যত উচ্চ শিক্ষিত হই না কেন যদি আমাদের মাঝে ধর্মীয় অনুভূতি বা জ্ঞান না থাকে, তাহলে আমাদের আচার-আচরণ মানুষের মত হবে না। ধর্ম মানুষকে পশুত্ব থেকে জ্ঞানবান করে। অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ না কেউ ধর্মের নামে অধর্মের কাজ করছে। এর কারণ তিনি ধর্মজ্ঞানহীন বলেই তার দ্বারা ধর্ম বিবর্জিত কাজ করা সম্ভব হয়েছে। আমাদের মাঝে যত ধর্মই রয়েছে, সকল ধর্মের মর্মবাণী হলো মানুষের প্রতি ভালোবাসা। কোনো ধর্মই হিংসা, হানাহানি মারামারিকে সমর্থন করে নাই। তাই সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা সকলে ধর্মকে জানুন এবং মানুষের কল্যাণে পূজা, প্রার্থনা, হোম, যজ্ঞ করুন। দেখবেন মনে শান্তি পাবেন। সাংসারিক জীবনে সুখী হতে পারবেন। মানুষের অনিষ্ট চিন্তা করে, কারো ক্ষতি করে, ধর্মহীন হয়ে সুখ লাভ করা যায় না।

এ সময় অতিথিদের মাঝে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সাহা, পৌর কাউন্সিলর আঃ মালেক শেখ প্রমুখ।

ঘোষপাড়া ব্রহ্মপূজা কমিটির সভাপতি আবির কান্তি ঘোষের সভাপ্রধানে ও জুয়েল কান্তি নন্দুর পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা পূজা উদ্যাপন পরিষদের নেতা লিটন সাহা, রনজিত সাহা মুন্না, নেপাল সাহা, অমিত ঘোষ, তাপস রায়, ব্রহ্মপূজা কমিটির সহ-সভাপতি সবুজ ঘোষ, সাধারণ সম্পাদক রকি দত্ত, সাংগঠনিক সম্পাদক শুভ সাহা প্রমুখ। অনুষ্ঠানে প্রসাদ বিতরণসহ ব্যাপক ভক্ত সমাবেশ পরিলক্ষিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়