প্রকাশ : ১৭ নভেম্বর ২০২১, ০০:০০
আজ ১৭ নভেম্বর বুধবার বিশ্ব অপরিণত নবজাতক দিবস ২০২১ পালিত হবে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি এবং চাঁদপুর মাতৃমঙ্গল মা ও শিশু কল্যাণ কেন্দ্রে শিশু এবং গর্ভবতী মায়েদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল কার্যনির্বাহী পরিষদের সভাপতি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
অনুষ্ঠানে হাসপাতাল সংশ্লিষ্ট সকলের সদয় উপস্থিতি কামনা করেছেন হাসপাতালের চীফ কনসালটেন্ট ডাঃ মোঃ আনোয়ার হোসেন শেখ।