বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২১, ০০:০০

কচুয়ার কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা
মোহাম্মদ মহিউদ্দিন/মেহেদী হাসান ॥

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাছাই করার লক্ষ্যে কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর মঙ্গলবার বিকেলে চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছালাম সওদাগরের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক আবু বকর মিয়াজীর সঞ্চালনায় টেলিকনফারেন্সে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সহ-সভাপতি হুমায়ুন কবির, কামরুন্নাহার ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, অর্থ সম্পাদক নাজমুল হক মজুমদার মিঠু, উপ-দপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন, সদস্য আবুল খায়ের মজুমদার প্রমুখ।

আরো বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আহসান হাবিব জুয়েল, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক মিন্টু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফাজউদ্দিন মানিক, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাচ্চু, আবু তাহের, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তারেক সামছ মিঠু ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর পাটওয়ারী।

সভায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের জন্য প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে ১৩ জনের নাম তালিকাভুক্ত করা হয়। তারা হচ্ছেন : ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছালাম সওদাগর, ইউপি চেয়ারম্যান আহসান হাবিব জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল খায়ের মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর মিয়াজী, যুগ্ম সম্পাদক সেলিম সরকার, অর্থ বিষয়ক সম্পাদক সোলাইমান মিয়াজী, সদস্য জিসান আহমেদ পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তারেক সামছ মিঠু, সদস্য পারভেজ ভূঁইয়া, উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফারহানা পারভীন, সদস্য মঞ্জুর এলাহী মজুমদার, ইঞ্জিনিয়ার রাশেদ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম রিয়াদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়