বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২১, ০০:০০

এখন গ্রামে বসে পাসপোর্টের আবেদন করা যাচ্ছে
মোঃ আবদুর রহমান গাজী ॥

ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি উদ্যাপন ও ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন-২০২১-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে ১১ বছর আগে ডিজিটাল সেবা শুরু হয়েছিলো। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। আর ডিজিটাল বাংলাদেশের রূপকার হলেন প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান সজিব ওয়াজেদ জয়।

তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ হওয়ায় এখন গ্রামে বসে পাসপোর্টের আবেদন করা যাচ্ছে। গ্রামে বসেই আমরা শহরের সব সুবিধা পাচ্ছি। গ্রামে বসেই যেনো শহরের নাগরিক সুবিধা পাওয়া যায়, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী বলেছেন ‘গ্রাম হবে শহর’। আজ তৃণমূলে উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে। উদ্যোক্তারা যোগ্যতার পরিচয় দিয়ে দেশ-বিদেশে সুনাম অর্জন করছে।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপ্রধানে এবং সহকারী কমিশনার এনামুল হাসানের সঞ্চালনায় উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন নাজমুল হোসেন ও আইনুন নাহার।

উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাশেদা আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়