প্রকাশ : ১৬ নভেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য মরহুম অ্যাডঃ আনোয়ার হোসেন গাজীর স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মরহুমের চেম্বারের সদস্যদের ব্যবস্থাপনায় সোমবার বিকেলে চেয়ারম্যানঘাটস্থ বায়তুল আমান জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। মিলাদের পূর্বে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডঃ ইকবাল বিন বাশার।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লা আল মামুন, সিনিয়র আইনজীবী মজিবুর রহমান ভূঁইয়া, অ্যাডঃ জসিম পাটওয়ারী, অ্যাডঃ বাবর বেপারী, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডঃ শফিউল আলম, সদস্য ছালেহ আহমেদ, অ্যাডঃ আমিন আহমেদ, অ্যাডঃ মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইকরাম, অ্যাডঃ নুরুল আমিন খান আকাশসহ আইনজীবী ও মুসল্লিগণ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুদ্দিন খন্দকার।
উল্লেখ্য, ৭ নভেম্বর সকালে আনোয়ার গাজী না ফেরার দেশে চলে যান।