বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২১, ০০:০০

প্রথমদিনেই ঝরে গেলো ৩১ পরীক্ষার্থী
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলার বিভিন্ন এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান। রোববার ১৪ নভেম্বর পদার্থ বিজ্ঞান পরীক্ষা চলাকালে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র তিনি পরিদর্শন করেন। এ সময় তার (ইউএনও) সাথে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান।

উল্লেখ্য, করোনা প্রতিরোধের সকল ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে শুরু হওয়া প্রথম দিনের পরীক্ষা শেষ হয় বেলা সাড়ে ১১টায়। মতলব উত্তর উপজেলার ৭টি এসএসসি ও ১টি দাখিল পরীক্ষা কেন্দ্রে প্রথমদিন পরীক্ষায় অংশ নিচ্ছে ১ হাজার ৫শ’ ৮০ পরীক্ষার্থী। অনুপস্থিত এসএসসিতে ৯, মাদ্রাসায় ১৪ ও ভোকেশনালে ৮জন পরীক্ষার্থী।

সংক্ষিপ্ত সিলেবাসে রোববার সকাল ১০টায় পরীক্ষায় বসে শিক্ষার্থীরা। দেড় ঘণ্টার পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের লিখিত অংশে ৮টি প্রশ্নের মধ্যে ২টির উত্তর দিতে হয়। এমসিকিউ অংশে ২৫টির মধ্যে দিতে হয় ১২টির উত্তর। মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের লিখিত অংশে ১১টির মধ্যে ৩টি এবং এমসিকিউ অংশে ৩০টির মধ্যে ১৫টি প্রশ্নের উত্তর দিতে হয়।

করোনা মহামারির কারণে ২০২০ সালে এইচএসসি পরীক্ষা না হলেও এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এ বছরের শুরু থেকেই দুটি পরীক্ষাই আয়োজনের কথা বারবার বলে আসছে শিক্ষা মন্ত্রণালয়।

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান জানান, করোনা প্রতিরোধ ও প্রশ্নপত্র ফাঁস রোধে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারিতে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা। শান্তিপূর্ণভাবে প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়