প্রকাশ : ১৪ নভেম্বর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে ফরিদগঞ্জ থানার এসআই মোঃ নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাহিম প্রকাশ কালু মিজি (২৬) ও মোঃ রাসেল (২৫)কে ২৩ পিস ইয়াবাসহ আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাহিম প্রকাশ কালু চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার কাপাইকাপ এলাকার ছোবহান মিজির ছেলে এবং মাদক ব্যবসায়ী মোঃ রাসেল ফরিদগঞ্জ পৌর এলাকার উত্তর কেরোয়া এলাকার চৌকিদার বাড়ির মোঃ জহিরের ছেলে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, দুই মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।