প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
আগামী ২ ও ৩ অক্টোবর চাঁদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা ও বর্ধিত সভা এবং ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ফারুকী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মাহফুজুল হক, সদস্য আবু তালেবসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল আমিন কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিঠুসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
সভায় জাঁকজমকপূর্ণভাবে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পালনের সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উপজেলা পর্যায়ে ২৮ সেপ্টেম্বর সকালে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভা এবং মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত হয়। দুপুরে উপজেলার প্রতিটি ইউনিয়নে একইভাবে জাঁকজমকভাবে প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের সিদ্ধান্ত হয়।
সভায় আগামী ২ ও ৩ অক্টোবর চাঁদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা এবং বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কর্মকা- নিয়ে আলোচ্য বিষয়ে সিদ্ধান্ত হয়। এ সময় বক্তারা বলেন, প্রতিনিধি ও বর্ধিত সভায় ফরিদগঞ্জে আওয়ামী লীগের বঞ্চিত ও লাঞ্ছিত হওয়ার কথা জানাতে হবে, বলতে হবে। এভাবে একটি সুসংগঠিত দলের ঐক্যকে কারো হীন স্বার্থে ধ্বংস করতে দেয়া যাবে না।