রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

কাইয়ুম কিরন পুনরায় কালিকাপুর আদর্শ দাখিল মাদ্‌রাসার সভাপতি
মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥

মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর আদর্শ দাখিল মাদ্‌রাসা পরিচালনা কমিটির সভাপতি হিসেবে এমএ কাইয়ুম কিরন মজুমদার পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. অনার্স, এম.এ. এমফিল ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অডিট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ শিক্ষার্থী গত কমিটিতে প্রথমবার সভাপতি নির্বাচিত হওয়ার পর উক্ত প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালনা, শতভাগ পাসের হার নিশ্চিত, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাসহ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের ফলস্বরূপ দ্বিতীয়বার কালিকাপুর আদর্শ দাখিল মাদ্‌রাসার সভাপতি নির্বাচিত হলেন।

পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় কাইয়ুম কিরন মজুমদার স্থানীয় সংসদ সদস্য অ্যাডঃ নূরুল আমিন রুহুল, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা নির্মল গোস্বামী, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহম্মেদ, ভাইস চেয়ারম্যান মোবিন সুজন প্রধানের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে তিনি সমাজের সকল শ্রেণী-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়