প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামে ৮৪ বছর পর মসজিদের সম্পত্তি ওয়াক্ফ করা হয়েছে।
জানা যায়, পশ্চিম সকদী জামে মসজিদ বাংলা ১৩৪৪ বঙ্গাব্দে নোয়াব আলী মুন্সীর নিজস্ব ৮ শতক সম্পত্তির উপর প্রতিষ্ঠা করা হয়। তার অকাল মৃত্যুতে মসজিদের সম্পক্তি তিনি ওয়াক্ফ করে দিতে পারেন নি।
ওয়াক্ফবিহীনভাবে মসজিদের কার্যক্রম চলে আসছিল। বর্তমান মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মান্নান মিজির চেষ্টায় মসজিদের সম্পক্তি ওয়াক্ফ করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর ২০২১ বাংলা ৭ আশি^ন ১৪২৮ বঙ্গাব্দ নোয়াব আলী মুন্সীর মেয়ের ঘরের নাতিরা উক্ত ৮ শতক সম্পত্তি মসজিদের নামে ওয়াক্ফ করে দেন। বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও দলিল লেখক খোরশেদ আলম পাটোয়ারী বলেন, নোয়াব আলী মুন্সীর দানকৃত সম্পত্তি তার মেয়ের ঘরের নাতিরা ওয়ারিশ সূত্রে মালিক হয়ে মসজিদের নামে সম্পত্তি ওয়াক্ফ করে দেন। যে জায়গা নোয়াব আলী মুন্সী মসজিদকে দিয়েছেন, সেই জায়গা তারা ওয়াক্ফ করে দিয়েছেন।