প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদ্রাসার আয়োজনে স্বাস্থ্যবিধি পালনে ও শ্রেণি কার্যক্রম পরিচালনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা ১১টায় মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন। তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। শ্রেণি কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করতে হবে। শিক্ষার্থীদের উপস্থিতির তালিকা করতে হবে।
তিনি বলেন, সরকারের স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনাগুলো যথাযথভাবে পালন করতে হবে। কোনো শিক্ষার্থী আক্রান্ত বা অসুস্থ হলে তাকে মাদ্রাসায় আসতে হবে না। শিক্ষার্থীরা সকালে বাড়ি থেকে মাস্ক পরে মাদ্রাসায় আসবে এবং বাড়ি গিয়ে মাস্ক খুলবে। এভাবে তাদের নির্দেশনা দিতে হবে। মাদ্রাসা আঙ্গিনা পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে এবং হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা ও স্যানিটাইজার রাখতে হবে। মাদ্রাসায় ঢোকার আগে সকলের তাপমাত্রা মাপতে হবে। যাদের তাপমাত্রা বেশি থাকবে তাদের মাদ্রাসায় আসতে হবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি ও চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ কামাল উদ্দিন সভা পরিচালনা করেন। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসার সুপার মুফতি মাওলানা জিয়াউদ্দিন খন্দকার ও মাদ্রাসা গভর্নিং বডির দাতা সদস্য হাফেজ জাকির হোসেন তপাদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দেস মাওলানা আখতার হোসাইন ও সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী মোঃ ইমাম হোসাইন। ইসলামী সংগীত পরিবেশন করেন আলিম পরীক্ষার্থী মোঃ শিহাব উদ্দিন।